শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধাওয়া-পাল্টাধাওয়া পুলিশের লাঠিচাজর্

গাজীপুর প্রতিনিধি
  ২৭ জুন ২০১৮, ০০:০০
গাজীপুরের অনন্ত মডেল স্কুল কেন্দ্রের সামনে দুই কমিশনার প্রাথীর্র সমথর্কদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ লাঠিচাজর্ করে ছত্রভঙ্গ করে দেয় ছবি: ফোকাস বাংলা

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নিবার্চনে দুই কাউন্সিলর প্রাথীর্র কমীর্-সমথর্কদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পযাের্য় পুলিশ লাঠিচাজর্ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জিসিসির ৩৪ নম্বর ওয়াডের্র শরীফপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শরীফপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কমর্কতার্ ওয়াজিয়া রহমান জানান, একসঙ্গে কয়েকজন কাউন্সিল প্রাথীর্ কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় দুই প্রাথীর্র কমীর্-সমথর্কদের মধ্যে কথাকাটিকাটি হয়। এক পযাের্য় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এজন্য কিছু সময় ভোটগ্রহণে বিঘœ ঘটে।

গাজীপুর সিটি করপোরেশনে ৫৭টি ওয়াডর্ কাউন্সিলরের মধ্যে ইতোমধ্যে একজন ওয়াডর্ কাউন্সিলর বিনা প্রতিদ্ব›িদ্বতায় নিবাির্চত হয়েছেন। ৫৭টির মধ্যে ৫৬টি ওয়াডর্ কাউন্সিলর পদে ২৫৪জন এবং সংরক্ষিত ১৯টি ওয়াডের্ কাউন্সিলর পদে ৮৪জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। মেয়র পদের জন্য লড়ছেন ৭ প্রাথীর্।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে