মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাহসী মন নিয়ে মাঠে থাকতে হবে: তাবিথ

নতুনধারা
  ২৫ জানুয়ারি ২০২০, ০০:০০
আপডেট  : ২৫ জানুয়ারি ২০২০, ১১:৫০
ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল শুক্রবার রাজধানীর বাড্ডা এলাকায় গণসংযোগ করেন -যাযাদি

যাযাদি রিপোর্ট ভোটের মাঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, আওয়ামী লীগ আপ্রাণ চেষ্টা করবে বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দিতে। এ জন্য তারা হামলা করবে, মামলা করবে। কিন্তু সাহসী মন নিয়ে নির্বাচনের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। ডেঙ্গু ও দুঃশাসন থেকে মুক্তির তারিখ ১ ফেব্রম্নয়ারি। এদিন শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শুক্রবার সকালে বাড্ডার লুৎফন টাওয়ারের সামনে এক পথসভায় তিনি এ কথা বলেন। প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারের ১৫তম দিনে বিভিন্ন স্পটে বিএনপির মেয়র প্রার্থী বলেন, ৫৪টি ওয়ার্ডে পায়ে হেঁটে প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে পৌঁছেছি, ভোট চেয়েছি, দোয়া চেয়েছি। জনগণের যে সাড়া পেয়েছি, তাতে ধানের শীষের বিজয় কেউ রুখতে পারবে না।' তাবিথ আউয়াল বলেন, 'আগামী ১ ফেব্রম্নয়ারি ধানের শীষে ভোট দিয়ে দুঃশাসন, দুর্নীতি থেকে ঢাকা সিটি করপোরেশনকে মুক্ত করতে হবে। ঢাকাবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। ঢাকায় বিনা অপরাধে, সড়ক দুর্ঘটনায়, ডেঙ্গুতে যেসব লোক মারা গেছেন, অসুস্থ হয়েছেন, এসবের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। ঢাকাবাসী চান আর কখনোই যেন দূষণের জন্য, ডেঙ্গুর আক্রমণের জন্য, দুর্নীতির জন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়।' তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, সুন্দর-আধুনিক ঢাকা গড়তে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নেই। পথসভায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষনেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ২১ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী এজিএম সামসুল আলম ও ৩৮, ৩৯, ৪০ (সংরিক্ষত) ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী আয়েশা আক্তার মিলি এবং ১৯, ২০, ২১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পেয়ারা মোস্তাফা ও ৩৭, ৪২, ৪৩ নং ওয়ার্ডের প্রার্থী সালেয়া ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে