শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচিত হলে ১ ডজন সমস্যার সমাধানে জোর তাবিথের

যাযাদি রিপোর্ট
  ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০
রোববার ডিএনসিসিতে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ১০নং ওয়ার্ড কাউন্সিলরপ্রার্থী মাসুদ খানকে নিয়ে গণসংযোগ করেন -যাযাদি

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক সমস্যার ১২টা জায়গা চিহ্নিত করেছেন। দায়িত্ব পেলে এই ১২টা জায়গায় সমন্বয় ও গুরুত্বের ভিত্তিতে একযোগে কাজ শুরু করবেন। ডেঙ্গু, পানি, পয়ঃনিষ্কাশন ও যানজটের মতো বাসা ভাড়াও ঢাকার বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা। এই লড়াইয়ে জয়ী হতে পারলে ঢাকার নাগরিক সমস্যার সমাধানে কাজ করা সহজ হবে।

রোববার ঢাকা উত্তরে প্রচারণার সময় বিভিন্ন স্পটে তাবিথ আউয়াল এসব কথা বলেন। প্রচারণার তৃতীয় দিনে মিরপুর এক নম্বর মাজার রোড, গুদারাঘাট, চিড়িয়াখানা রোড, ১নং মিরপুর ঈদগাঁ মাঠ, ডি বস্নক মুক্তিযোদ্ধা মার্কেট, ১২নং ওয়ার্ডে দক্ষিণ বিশিল, হাজী বশির উদ্দিন স্কুল রোড, হাবুলের পুকুর পাড়, ১৩নং ওয়ার্ডে উত্তর পীরের বাগ, ৬০ ফিট, মধ্য পীরের বাগ, মোলস্না পাড়া, মনিপুরি স্কুল রোড, জোনাকি রোড, বড়বাগ হয়ে মিরপুর থানা, ১০নং ওয়ার্ডে মিরপুর মাজার থেকে ২য় কলোনি, ৩য় কলোনি হয়ে দারুস সালাম ফুরফুরা শরীফে গণসংযোগ করেন। এ সময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উলস্নাহ হাসান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দুলু, ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাসুদ খান, লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, স্বেচ্ছাসেবক দল উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক রেজোওয়ান ইসলাম রিয়াজসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচারণা সময় বিভিন্ন স্পটে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি স্তরে দুর্নীতিতে ভরে গেছে মন্তব্য করে তাবিথ আউয়াল বলেন, নির্বাচিত হলে তিনি সবার আগে দুর্নীতি দমনে কাজ করতে চান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মেয়র প্রার্থী বলেন, মিরপুর এলাকার রাস্তা-ঘাটের অবস্থা খুবই খারাপ। পুরো শহরে বায়ুদূষণে ঢেকে গেছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে এডিস মশার জন্ম হচ্ছে। ফলে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, অনেক প্রাণহানিও হয়েছে। নির্বাতি হতে পারলে নগরবাসীর সব সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রতিশ্রম্নতি দিলেন তিনি।

তাবিথ বলেন, ঢাকাকে বাসযোগ্য করার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কাজ করবেন।

জনসংযোগে কেমন সাড়া পাচ্ছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ব্যাপক সাড়া পাচ্ছেন। জনগণ উৎফুলস্ন, তারা ৩০ জানুয়ারি ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন। সবাই ভোট দেয়ার প্রতিশ্রম্নতি দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন।

ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থীর আজ সোমবারের কর্মসূচি: সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত। বেলা ১১টায় ফার্মগেট আল রাজি হাসপাতালের সামনে থেকে গণসংযোগ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84156 and publish = 1 order by id desc limit 3' at line 1