বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে প্রস্তুত পশুর হাট, অপেক্ষা ক্রেতার

যাযাদি রিপোটর্
  ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। ইতোমধ্যে চট্টগ্রামের হাটগুলোতে কোরবানির পশু তোলা হচ্ছে। দুই-তিন দিনের মধ্যেই কোরবানির পশুতে বন্দরনগরীর সকল হাট ভরে উঠবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। তবে হাটে এখনো ক্রেতাদের আনাগোনা শুরু হয়নি বলে শেষ মুহূতের্র প্রস্তুতি সেরে নিচ্ছেন তারা।

গত শনিবার থেকে সিটি করপোরেশনের অনুমোদিত হাটে পশু বিক্রির কথা থাকলেও এখনো তা পুরোদমে শুরু হয়নি। ক্রেতাদের আকৃষ্ট করতে হাটগুলোতে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। ব্যবসায়ীরা বলছেন, বুধবার থেকে পুরোদমে বিক্রি শুরু হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশন এবার নগরীতে দুটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী পশুর হাট ইজারা দিয়েছে। এসব হাটে ঈদুল আজহার দিন পযর্ন্ত চলবে কোরবানির পশু বেচাকেনা। ইজারা দেয়া বাজারগুলো হলোÑকণর্ফুলী হাট, সল্টগোলা রেল ক্রসিং হাট, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ, পোস্তার পাড় উচ্চ বিদ্যালয় মাঠ, স্টিল মিল হাট ও কমল মহাজন হাট।

সোমবার নগরের বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, কোরবানি উপলক্ষে নানা রঙে সাজানো হয়েছে বাজারগুলোর গেট। পশু বেঁধে রাখার জন্য বঁাশের খুঁটি পোতার কাজও প্রায় শেষ। বৃষ্টিতে কোরবানির পশু ও ক্রেতা-বিক্রেতাদের সমস্যা যেন না হয় সেজন্য শামিয়ানা টানানো হয়েছে। এছাড়া নগরীর পশুর বাজারগুলোতে বিদ্যুৎ, পানি ও নিরাপত্তাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করেছেন ইজারাদাররা।

সাগরিকা গরু বাজারের ইজারাদার সাইফুল হুদা জাহাঙ্গীর বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলা থেকে পশু আসতে শুরু করেছে। জামালপুর, বগুড়া, চঁাপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পিরোজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা পযার্প্ত গরু নিয়ে এসেছেন। দুয়েক দিনের মধ্যেই গরু, ছাগল, মহিষ, ভেড়ায় ভরে উঠবে প্রতিটি পশুর হাট। আগামী বুধবার (১৫ আগস্ট) থেকে পুরোদমে বাজার জমে উঠবে বলে আমরা আশা করছি।’

রাজশাহী থেকে নগরের বিবিরহাট গরুর বাজারে এসেছেন বেপারি সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘৫০টি গরু নিয়ে রোববার (১২ আগস্ট) হাটে এসেছি। এখন পযর্ন্ত বিক্রি করতে পারিনি। দুই-তিন জন ক্রেতা গরু দেখেছেন। তবে দামে না মেলায় অপেক্ষা করছি। আশা করছি, বুধবার থেকে হাট পুরোদমে জমবে।’

বিবিরহাট বাজারের মতো অন্য হাটগুলোরও একই অবস্থা। কণর্ফুলী, স্টিল মিলসহ সিটি করপোরেশনের স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে পশু আসতে শুরু করলেও এখনো বেচাকেনা শুরু হয়নি।

হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের পাশেই কয়েক বছর আগে স্থায়ী পশুর খামার গড়ে তুলেছেন হাটহাজারীর কয়েকজন যুবক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7984 and publish = 1 order by id desc limit 3' at line 1