শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে হতাশ সম্মিলিত সাংস্কৃতিক জোট

যাযাদি রিপোর্ট
  ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০
আপডেট  : ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:২৬
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসসহ অন্যরা -যাযাদি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'বঙ্গবন্ধু বিপিএল' এর উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গান না থাকায় হতাশা প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। চার দিনের বিজয় উৎসবের কর্মসূচি জানাতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। নাম দেওয়া হয়েছে 'বঙ্গবন্ধু বিপিএল'। 'কিন্তু এর উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের একটি গান হলো না, বাংলাদেশে কি এমন কোনো শিল্পী ছিলেন না যিনি বঙ্গবন্ধুকে নিয়ে গান করতে পারেন? এটি আমাদের জন্য বড় লজ্জার। এ লজ্জা রাখার জায়গা আমাদের নেই।' গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনে বিপিএলের এবারের আসরের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর সরকারি আয়োজনেরও শুরু হয় এর মধ্য দিয়ে। বাংলাদেশের সংগীতশিল্পী শুভ, রেশমি মির্জা ও ব্যান্ড তারকা জেমসের পর ভারতের শিল্পী সনু নিগাম, কৈলাস খের গান শোনান উপস্থিত দর্শকদের। বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও সালমান খানও পারফর্ম করেন। অনুষ্ঠানের সূচিতে সংগীতশিল্পী ও সাংসদ মমতাজের নাম থাকার পরও তার অংশ না নেওয়াকে সন্দেহের চোখে দেখেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। তিনি বলেন, 'আমার বিশ্বাস, যে মানসিকতা থেকে ওই আয়োজন হয়েছে, সেখানে আমাদের গায়ক মমতাজকে সঠিকভাবে চেয়েছে কি না সেই সন্দেহ থেকে যায়।' অন্যদের মধ্যে জোটের সহ সভাপতি ফকির আলমগীর, উৎসব উদযাপন পরিষদের যুগ্ম-আহ্বায়ক ঝুনা চৌধুরী, দপ্তর সম্পাদক ফয়জুর আলম পাপপু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে