বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হঁাস-মুরগি ও মাছের খাদ্যে পাটের বস্তা বাধ্যতামূলক

যাযাদি রিপোটর্
  ১৩ আগস্ট ২০১৮, ০০:০০

হঁাস-মুরগি ও মাছের খাদ্য মোড়কে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এর ধারা ২২ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩ এর অধিকতর সংশোধন করে পোল্ট্রি ও ফিশ ফিড সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করেছে।

এখন থেকে এ দুটি পণ্যসহ মোট ১৯টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের জন্য নিধাির্রত করা হয়েছে বলে জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। গত ৬ আগস্ট জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, আইন অনুযায়ী ছয়টি পণ্য (ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি) পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারের জন্য নিধাির্রত হয়েছে। পরবতীের্ত গত বছরের ২১ জানুয়ারি আরও ১১টি (মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুড়া) পণ্যসহ মোট ১৭টি পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিধাির্রত করে।

‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ধারা-১৪ অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে অনূধ্বর্ এক বছর কারাদÐ বা অনধিক ৫০ হাজার টাকা অথর্দÐ বা উভয় দÐে দÐিত করা হবে। এ অপরাধ পুনঃসংগঠিত হলে সবোর্চ্চ দÐের দ্বিগুণ দÐে দÐিত করা হবে।

আইনটি সম্পূণর্রূপে বাস্তবায়িত হলে প্রতিবছর ১০০ কোটিরও বেশি পাটের বস্তার চাহিদা সৃষ্টি হবে বলে জানায় মন্ত্রণালয়।

এছাড়াও স্থানীয় বাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে, পাট চাষির পাটের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে এবং সবোর্পরি পাটের উৎপাদন বৃিদ্ধসহ পাটের শিল্প ও পরিবেশ রক্ষা পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7781 and publish = 1 order by id desc limit 3' at line 1