বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বিক্রির শীর্ষে হুমায়ূন

লিট ফেস্টে ক্রেতা-দর্শনার্থীতে জমজমাট বইয়ের স্টল

অবসর প্রকাশনা সংস্থার ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, 'প্রত্যাশার চেয়ে ভালো বিক্রি হচ্ছে। ভেবেছিলাম এখানে বাংলা বইয়ের পাঠক কম। কিন্তু এখানে বাংলা বইই ভালো বিক্রি হচ্ছে।'
যাযাদি রিপোর্ট
  ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০
ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে শুক্রবার বাংলা একাডেমিতে বইয়ের স্টলগুলোতে ছিল ক্রেতা-দর্শনার্থীদের ভিড় - ফোকাসবাংলা

ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে আন্তর্জাতিক সাহিত্য উৎসব ঢাকা লিট ফেস্টের বইয়ের দোকানগুলো। উৎসবস্থলের মাঝখানে প্যাভিলিয়নগুলোতে শোভা পাচ্ছে দেশি-বিদেশি লেখকদের দারুণ সব বই।

শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জমজমাট উৎসব প্রাঙ্গণ।

দেশি-বিদেশি বইয়ের পসরা নিয়ে মেলায় স্টল সাজিয়েছে- ফেস্টিভ্যাল বুকশপ, ডেইলি স্টার বুকস, ইউপিএল, হার স্টোরি, গুবা পাবলিশার্স, ওয়ার্ল্ড অব চিল্ড্রেন বুকস, জামিস'স কমিকস অ্যান্ড কালেক্টিবেলিস, অনন্যা, আগামী, পাঞ্জেরী, জার্নিম্যান, অবসরসহ অন্যান্য প্রকাশনা।

ঠিক মাঝখানে বিশাল প্যাভিলিয়ন ফেস্টিভ্যাল বুকশপের। চলছে বইপ্রেমীদের আনাগোনা। এখানে বিক্রি হচ্ছে ইংরেজিতে লেখা বিখ্যাত সব লেখকদের বই। শুক্রবার দুপুর ১২টার দিকে এই প্যাভিলিয়নে ঢুকতে বেশ বেগ পেতে হলো। প্রবেশমুখেই নজরে পড়ল ভারতীয় অনুসন্ধানী সাংবাদিক প্রিয়াঙ্কা দুবের বই 'নো ন্যাশন ফর ওমেন'। বইয়ের প্রথম পাতায় পাঠকদের আগভাগেই 'শুভ কামনা' জানিয়ে অটোগ্রাফ দিয়ে রেখেছেন উৎসবে অংশ নেয়া এই লেখিকা।

শুধু প্রিয়াঙ্কা দুবেই নয়, উৎসবে অংশ নেয়া অন্য সাহিত্যিকদের বইগুলোও বিশেষভাবে প্রদর্শন করছে আয়োজকরা। সেখানে দেখা মিলল শশী থারুরের 'হোয়াই আই অ্যাম হিন্দু' বইটি। এর একটু পরেই উইলিয়াম ডালরিম্পলের বই 'দ্য হোয়াইট মোঘলস'। আছে অন্য লেখকদের বইও।

বইয়ের ধরন অনুসারে বিভিন্ন ভাগে সাজানো হয়েছে বইগুলোকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বসানো হয়েছে বিশেষ কর্নার। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে ইংরেজি ভাষায় লেখা বিশিষ্টজনদের বই রয়েছে।

বুক প্যাভিলিয়নের অন্য কর্নারগুলোর মধ্যে রয়েছে- ফিকশন, নন-ফিকশন, অটোবায়োগ্রাফি ও বায়োগ্রাফি। প্যাভিলিয়নের সামনের খোলা চত্বরে বসে বই পড়ার সুযোগও রাখা হয়েছে।

প্রিয়াঙ্কা দুবের 'নো ন্যাশন ফর ওমেন' বইটি নেড়েচেড়ে দেখছিলেন তাসনুভা ফারহিন নামে এক পাঠিকা। বই কেনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'আয়োজকদের সিডিউল থেকে জানলাম প্রিয়াঙ্কা দুবের কথা। পড়ে বেশ আগ্রহ তৈরি হলো তার ব্যাপারে। সে জন্যই তার সেশনের আগে বইটা একটু পড়ে নিচ্ছি। ভালো লাগলে কিনব।'

বইয়ের বিক্রিবাট্টা নিয়ে অবসর প্রকাশনা সংস্থার ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, 'প্রত্যাশার চেয়ে ভালো বিক্রি হচ্ছে। ভেবেছিলাম এখানে বাংলা বইয়ের পাঠক কম। কিন্তু এখানে বাংলা বইই ভালো বিক্রি হচ্ছে। শীর্ষে রয়েছেন হুমায়ূন আহমেদ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74813 and publish = 1 order by id desc limit 3' at line 1