logo
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ৩০ আষাঢ় ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ২০ অক্টোবর ২০১৯, ০০:০০  

ডেঙ্গু রোগ প্রতিরোধ সেল গঠনের উদ্যোগ

স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ডেঙ্গু রোগ প্রতিরোধ সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সেল গঠনে কাজ করছে। এ ছাড়া পাঠ্যপুস্তকে ডেঙ্গু বিষয় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

শনিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে আয়োজিত 'বাংলাদেশে বাহিত রোগ: সমন্বিত ব্যবস্থাপনা'-শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এ সেমিনারের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সিজিএসের ভাইস চেয়ারম্যান ডা. মনজুর আহমেদ চৌধুরী।

তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে আমরা নিরন্তর কাজ করে চলেছি। এ রোগ প্রতিরোধে সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সেল গঠনে কাজ করছে।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে লাইন মিনিস্ট্রি ঠিক করতে হবে। এ ছাড়া আন্তঃমন্ত্রণালয়ের মাধ্যমে ডেঙ্গু নিয়ে কাজ করা জরুরি। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য, স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনার সঞ্চালনা করেন করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিলস্নুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে