শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
সাংবাদিকদের কাদের

যুবলীগে বয়সসীমা নিয়ে আলোচনা গণভবনে

ওবায়দুল কাদের বলেন, রোববার গণভবনের মিটিংয়ে যুবলীগের চেয়ারম্যানকে ডাকা হয়নি। সেখানে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না, সেটা প্রধানমন্ত্রীর বিষয়।
যাযাদি রিপোর্ট
  ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শুক্রবার রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা -যাযাদি

গণভবনে আগামীকাল রোববার যুবলীগের বৈঠকে সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে না ডাকা নিয়ে আলোচনার মধ্যেই ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনে থাকার বয়স বেঁধে দেওয়ার বিষয়েও আলোচনা হবে সেই বৈঠকে।

বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুবলীগের বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের।

তিনি বলেন, 'যুবলীগ নিয়ে রোববার গণভবনে মিটিং ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেয়ারম্যানকে সেখানে ডাকা হয়নি। সেখানে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না, সেটা প্রধানমন্ত্রীর বিষয়। এটা পার্টি অফিসে ডাকা হলে আমি বলতে পারতাম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুবলীগকে গণভবনে ডেকেছেন। সেখান থেকে যাদের বলা হয়েছে, তারাই মিটিংয়ে যাবেন।'

সাত বছর ধরে যুবলীগের চেয়ারম্যানের পদে থাকা ওমর ফারুকের বয়স এখন ৭১ বছর, যা নিয়ে সংগঠনে ক্ষোভ ও রাজনীতির অঙ্গনে আলোচনা রয়েছে। যুবলীগের আসন্ন সপ্তম কংগ্রেসে বয়সের কোনো সীমা টেনে দেওয়া হচ্ছে কি না- সেই প্রশ্ন ওবায়দুল কাদেরের সামনে রেখেছিলেন একজন সাংবাদিক।

উত্তরে তিনি বলেন, কোন বয়স পর্যন্ত যুবলীগ করা যাবে, সেসব আলোচনা রোববারের মিটিংয়েই করা হবে।'

দুর্নীতি, অবৈধ ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির অভিযোগে সম্প্রতি যুবলীগের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হওয়ার পর সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নামও আলোচনায় আসে। তার ব্যাংক হিসাব তলব করার পাশাপাশি বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ পরিস্থিতিতে অনেকটাই আড়ালে চলে যান ওমর ফারুক। সর্বশেষ গত ৩ অক্টোবর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তাকে গণভবনে দেখা যায়। এরপর থেকে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে বা সভায় তিনি আসেননি। গত ১১ অক্টোবর তাকে ছাড়াই যুবলীগের প্রেসিডিয়াম সভা হয়।

এর মধ্যেই সংবাদমাধ্যমে খবর আসে, ২৩ নভেম্বর অনুষ্ঠেয় যুবলীগের সপ্তম কংগ্রেস সামনে রেখে সংগঠনের নেতাদের রোববার গণভবনে ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে ওমর ফারুক চৌধুরীকে সেখানে ডাকা হয়নি।

শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71694 and publish = 1 order by id desc limit 3' at line 1