শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবরারের হলের শিক্ষকদেরও বিচার চায় সিপিবির নারী সেল

যাযাদি রিপোর্ট
  ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

বুয়েটের শেরে বাংলা হলের শিক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছে অভিযোগ করে তাদেরও বিচারের দাবি জানিয়েছেন সিপিবি নারী সেল।

আবরার হত্যাকান্ডের বিচার, ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল কর, যৌন নিপীড়ন ও নারী প্রতিহিংসা বন্ধের দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে দাবি তোলা হয়।

সমাবেশে সেলের আহ্বায়ক লক্ষ্ণী চক্রবর্তী বলেন, 'আবরার শিখিয়ে গেল যে, ''আমি মরেও মরি নাই।'' কারণ আমরা জানি বিশ্ববিদ্যালয়ের হলগুলো পরিচালনার জন্য যেসব শিক্ষক দায়িত্বে থাকেন তাদের দায়িত্ব কী? হলের ভেতরে প্রতিহিংসার যে কক্ষগুলো, সেখানে কী পাওয়া গেল? হকিস্টিক পাওয়া গেল, মদের বোতল পাওয়া গেল। উচ্চ বিদ্যাপীঠের হলগুলোতে এসব নানা জিনিসপত্র রাখা হয়েছে।

'আমার এখানে প্রশ্ন, হলগুলোর পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষকদের দায়িত্ব কী? এই জায়গাটি আমাদের বুঝতে হবে। শুধু আবরার হত্যাকান্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত, যাদের গ্রেপ্তার করা হয়েছে। কেবল তাদের বিচারই না, যারা হল পরিচালনার দায়িত্বে ছিলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি, তাদেরকেও ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, বিচার করতে হবে।'

সিপিবির এই নেতা বলেন, 'এখন আমরা প্রতিদিন মর্মাহত হই। গ্রামের নিরীহ মানুষ তাদের সন্তানকে পাঠায় আরেক পিতা-মাতার (শিক্ষক) কাছে। সেই পিতা-মাতার দায়িত্ব কী? এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে।'

সিপিবি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, 'ভারতের সঙ্গে বাংলাদেশের অসম চুক্তির প্রতিবাদে আবরার যৌক্তিক একটা পোস্ট দিয়েছিল, যে কারণে ছাত্রলীগের পান্ডারা পিটিয়ে নির্মমভাবে তাকে হত্যা করেছে।'

এভাবে একের পর এক অসম চুক্তি করে বাংলাদেশের স্বার্থকে সরকার 'বিকিয়ে' আসছে মন্তব্য করে তিনি বলেন, 'শেখ হাসিনা আপনাকে জিজ্ঞেস করতে চাই, এসব চুক্তি করার আগে আপনি দেশের জনগণের সঙ্গে কোনো কথা বলেছেন? কারও সঙ্গে কোনো কথা বলেননি। দেশের মানুষের স্বার্থবিরোধী চুক্তি করেছেন।'

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, 'বিশ্বজিৎ হত্যাকান্ডের বিচার করলেন না, রাজু হত্যাকান্ডসহ প্রতিটি ছাত্র হত্যাকান্ডের বিচার করা হয়নি। যে কারণে একের পর এক মানুষ হত্যাকান্ডের শিকার হচ্ছে।'

নারী সেলের নেতা লুনা নূর বলেন, 'আবরারকে হত্যা করার শক্তি তারা কোথা থেকে পেল? এই শক্তি হলো দেশে গণতন্ত্র না থাকার কারণে। বিশ্বজিৎ হত্যাকান্ড করে তারা পার পেয়ে গেছে। যে কারণে এসব ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। এই শক্তির ওপর ভর করে ক্ষমতাসীনরা ক্ষমতায় ঠিকে আছে।'

সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য প্রতিবেশী ভারতের সঙ্গে একের পর এক অসম চুক্তি করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নারী সেলের আরেক নেতা মাকসুদা আক্তার লাইলী বলেন, 'ক্যাসিনো একটা ম্যাজিকের মতো খেলা, যার মাধ্যমে সবার টাকা একজনের পকেটে চলে যায়। একইভাবে আমাদের সমাজেও ক্যাসিনো খেলার মতো খেলা চলে। এখানে জনগণের টাকা মুষ্টিমেয় কিছু মানুষের পকেটে চলে যাচ্ছে। এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে।

'শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতির মাধ্যমে বিভিন্ন লোভ-প্রলোভন দেখিয়ে ক্যাডার বাহিনী, পেটোয়া বাহিনী হিসেবে গড়ে তোলা হয়। কেউ যদি রাষ্ট্রের স্বার্থে কথা বলে তাহলে ওই পেটোয়া বাহিনী হামলে পড়ে। আবরারকে একইভাবে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করেছে ক্ষমতাসীনদের পেটোয়া বাহিনী।'

এই পরিস্থিতে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দরকার এবং এজন্য বাম সংগঠনগুলোকে শক্তিশালী করে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান মাকসুদা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71186 and publish = 1 order by id desc limit 3' at line 1