শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রধানমন্ত্রীকে খন্দকার মোশাররফ

ভারতে জাতীয় স্বার্থবিরোধী কিছু করবেন না

নতুনধারা
  ০৩ অক্টোবর ২০১৯, ০০:০০
আপডেট  : ০৩ অক্টোবর ২০১৯, ০০:০৪
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। পাশে দলের অন্য নেতারা -যাযাদি

যাযাদি রিপোর্ট ভারত সফরে জাতীয় স্বার্থ-পরিপন্থি কোনো কিছু না করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী কাল ভারতে যাচ্ছেন। আজকে শুধু আমি এতটুকুই বলতে চাই, বাংলাদেশের স্বার্থবিরোধী, জনগণের স্বার্থবিরোধী এমন কোনো কথা, এমন কোনো কাজ আপনি করে আসবেন না, যেমনটা আপনি বলেছেন, আপনি ভারতকে অনেক দিয়েছেন, আর দেয়ার কিছু নেই।' 'এবার আপনি এমন কিছু করবেন না যাতে জাতীয় স্বার্থ ব্যাহত হয়, এমন কিছু করবেন না যাতে করে এই উপমহাদেশে আবার একটা অশান্তির আগুন জ্বলে ওঠে।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৩-৬ অক্টোবর দেশটিতে রাষ্ট্রীয় সফর করবেন শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ৫ অক্টোবর নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তাছাড়া আজ এবং আগামীকাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়ান ইকোনমিক সামিটে 'প্রধান অতিথি' থাকবেন তিনি। খন্দকার মোশাররফ বলেন, 'আমরা এখান থেকে সাবধান করতে চাই- আপনি যাচ্ছেন ভালো কথা। কিন্তু বাংলাদেশের স্বার্থহানি হয়, বাংলাদেশের জনগণের স্বার্থহানি হয়, আমাদের দেশের জনগণের কোনো রকমের ক্ষতি হয়- ভারতের এই ধরনের কোনো প্রস্তাবে আপনি রাজি হবেন না।' 'আর হলে কিন্তু এদেশের মানুষ সব কিছু দেখছে। এতদিন যা করেছেন লুকিয়ে রাখতে পারছেন না। আজকে এর কিছু কিছু প্রকাশ ঘটছে। যেগুলো প্রকাশ হয়নি, তারও প্রকাশ ঘটবে।' গণতন্ত্র ফিরিয়ে আনা এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য জয়নুল আবদিন ফারুক, হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, কাদের গনি চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে