শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনকে নিয়ে এখন হতাশ মেনন

যাযাদি রিপোর্ট
  ০১ অক্টোবর ২০১৯, ০০:০০
আপডেট  : ০১ অক্টোবর ২০১৯, ০০:০৭
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন -যাযাদি

রোহিঙ্গা সংকটসহ হালের বিশ্ব রাজনীতিতে চীনের যে অবস্থান দেখছেন, তাতে আশাহত বাংলাদেশে চীনপন্থি বাম নেতা হিসেবে পরিচিত রাশেদ খান মেনন। রোহিঙ্গা সংকট অবসানে চীন, ভারত, জাপান বাংলাদেশের পক্ষে আছে সরকারের পক্ষ থেকে বলা হলেও তার সঙ্গেও একমত নন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের এ নেতা। মাও সেতুংয়ের নেতৃত্বে চীন বিপস্নবের ৭০তম বার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সাম্যবাদী দল আয়োজিত এক আলোচনা সভায় চীনকে নিয়ে হতাশা ঝরে মেননের কণ্ঠে। গত শতকের ষাটের দশকে রুশ-চীন দ্বন্দ্বে সারাবিশ্বের মতো তৎকালীন পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট আন্দোলনেও দুই ধারা তৈরি হয়েছিল; তখনকার ছাত্রনেতা মেনন ছিলেন চীনপন্থি ধারায়। এখন মেনন যে ওয়ার্কার্স পার্টির সভাপতি, তাও চীনপন্থি দল হিসেবে পরিচিত। সোমবারের আলোচনায় মেনন বলেন, 'আমরা যারা চীনকে অনুকরণ করে রাজনীতি করেছি, তারা বারবারই আমাদের আশাহত করেছে।' বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চীনের বিরোধিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মুক্তিযুদ্ধে চীন আমাদের পাশে দাঁড়াল না। আমরা আশাহত হয়েছিলাম। তারা পাকিস্তানি গণহত্যার পক্ষ নিয়েছিল। সে সময় তাদের ভূমিকা বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল। এক্ষেত্রে আত্মসমালোচনা করে এই বাম নেতা বলেন, সেদিনের জন্য আজ চীনকে দোষ দেব না। কারণ সেদিন আমাদের অনুকরণের রাজনীতির কারণে অনেকেই স্বাধীনতার বিপক্ষে কাজ করছেন। কিন্তু আজকের চীন তাদের ভ্রান্তির ধারণা থেকে বেরিয়ে এসেছে বলে মনে করলেও সেখানেও হতাশ হয়েছেন মেনন। তিনি বলেন, এখন তাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষের সঙ্গে সম্পর্ক নেই। তাদের শুধু ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক। 'রোহিঙ্গা ইসু্যতেও চীনকে আমরা আমাদের পাশে পেলাম না।' রোহিঙ্গা সংকট নিয়ে চীনের পাশাপাশি ভারত ও জাপানের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন সাবেক এ মন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং ওআইসি সেক্রেটারিয়েট যৌথভাবে জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রস্তাব করেছে। কিন্তু চীন, ভারত ও জাপান কেউ সে প্রস্তাবে ভোট দেয়নি। রোহিঙ্গা সমস্যা সমাধানে আমরা চীনকে আমাদের পাশে পেলাম না, আমরা ভারতকে আমাদের পাশে পেলাম না, জাপানকে আমাদের পাশে পেলাম না। এ বেদনা আমরা কোথায় রাখি? রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে মন্তব্য করে মিয়ানমারের সমালোচনাও করেন মেনন। (জাতিসংঘ অধিবেশনে) আমরা বারবার দেখলাম, 'যিনি মিয়ানমারের প্রতিনিধি তিনি স্পষ্টই বলে দিলেন, বাংলাদেশের কথাবার্তা শুনতে তারা রাজি নয়।' সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে এ আলোচনা সভায় বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাৎ হোসেনও বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে