বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক দলের বিষয় আদালতের এখতিয়ারে নেই: রিজভী

নতুনধারা
  ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী -যাযাদি

যাযাদি রিপোর্ট জাতীয়তাবাদী ছাত্রদলের সব ধরনের কর্মকান্ডকে আইনসম্মত বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো রাজনৈতিক দলের কর্মকান্ডে নিষেধাজ্ঞা আরোপের এখতিয়ার আদালতের নেই বলেও মন্তব্য করেছেন তিনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদলের নতুন কমিটির কাজে আদালতের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কথা বলছিলেন রিজভী। তিনি বলেন, 'ছাত্রদল নিজেরা এখন পর্যন্ত যা কিছু করেছে, তার সবই আইনসম্মত। ছাত্রদল একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্ধারণ করেছে। কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত এই কমিটি। এটা রাতের আঁধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নব্য বাকশালীদের ভোট ডাকাতি করে সরকার গঠনের মতো অবৈধ কিছু নয়।' ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক নেতা আমানউলস্নাহর এক আবেদনে গত ১২ সেপ্টেম্বর সংগঠনের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন ঢাকার জ্যেষ্ঠ চতুর্থ সহকারী জেলা জজ নুসরাত সাহারা বিথী। তবে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গত ১৮ সেপ্টেম্বর বিএনপি নেতা মির্জা আব্বাসের বাড়িতে ছাত্রদল কাউন্সিল করে, যাতে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সোমবার নতুন আবেদন নিয়ে আমানউলস্নাহ ফের আদালতে গেলে একই বিচারক ছাত্রদলের নতুন কমিটির কাছে নিষেধাজ্ঞার পাশাপাশি ষষ্ঠ কাউন্সিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সাতদিনের মধ্যে বিএনপির মহাসচিবসহ দলটির ১০ নেতাকে জবাব দেয়ার আদেশ দেন। রুহুল কবির রিজভী বলেন, "আইনের বিধানে রাজনৈতিক দল বা তাদের কর্মকান্ড সংশ্লিষ্ট কোনো বিষয় আদালতের এখতিয়ারে পড়ে না, এমন একাধিক উচ্চ আদালতে রায় রয়েছে। আরপিও ১৯৭২ এবং দ্য পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স-১৯৭৮ অনুসারে বিএনপি একটি রাজনৈতিক দল। এই দল বা তার কোনো কর্মকর্তা বা কর্মকান্ডের ওপর সহকারী জজ আদালত বা নিম্ন আদালতের কোনো আদেশ জারি বা নিষেধাজ্ঞা দেয়ার এখতিয়ার নেই।" তিনি বলেন, "আমরা অতীতে কখনও দেখিনি রাজনৈতিক দলের কার্যক্রমে আদালত যুক্ত হচ্ছে বা হস্তক্ষেপ করছে। এখন আদালতকে নগ্নভাবে ছাত্রদলকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হচ্ছে। "আওয়ামী লীগ এতই বিএনপিকে ভয় পায় যে, একটা ছাত্রদলের কমিটি নিয়েও তাদের গায়ে জ্বালা ধরে গেছে। কে কমিটি করবে, কীভাবে কমিটি হলো- এটা আদালতের বিষয় নয়। আদালতকে দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণের এই সংস্কৃতি দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।" সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবউন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, মফিকুল হাসান তৃপ্তি, খন্দকার আবু আশফাক, খন্দকার হেলাল উদ্দিন, মোস্তাফিজুল করীম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে