বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এরশাদের 'চলিস্নশা' ২৩ আগস্ট

যাযাদি রিপোর্ট
  ১৭ আগস্ট ২০১৯, ০০:০০
আপডেট  : ১৭ আগস্ট ২০১৯, ১০:৫০
হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী ২৩ আগস্ট সারা দেশে থানা পর্যায়ে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চলিস্নশা পালন করা হবে। শুক্রবার দুপুর ১২টায় জাতীয় পার্টির বনানী কার্যলয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। জি এম কাদের বলেন, ২৩ আগস্ট দেশব্যাপী চলিস্নশা পালন করা হবে। আর, প্রতিবছর ১৪ জুলাই তার মৃতু্যবার্ষিকী পালন করবেন। যেহেতু, চলিস্নশার অনুষ্ঠান এসে গেছে, এটি আয়োজন করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা-জেলা পর্যায়ে নিজ নিজ উদ্যোগে দোয়া মাহফিল ও ভোজের আয়োজন করা হবে। তিনি বলেন, 'এ বিষয়ে আমরা কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করব। শনিবার (১৭ আগস্ট) প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে এটি নিয়ে আলোচনা হবে। যেহেতু আওয়ামী লীগ ও বিএনপি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে, তাই আমাদেরও করা উচিত। ২৩ আগস্ট আসতে এখনো কিছুদিন বাকি আছে। দলের সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া যাবে।' জাপা চেয়ারম্যান বলেন, 'নেতাকর্মীরা সবাই চায় অনুষ্ঠান থানা পর্যায়ে হোক। আমি দায়িত্ব নেয়ার পর বড় বড় অনুষ্ঠান হয়েছে। সামনের দিনগুলোতে বড় অনুষ্ঠান করলে আর্থিক সহযোগিতা করা কিছুটা মুশকিল হবে। আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি সব জায়গায় যেন অনুষ্ঠান করা যায়।' দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সাল চিশতির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মো. রুবেল, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে