শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

যাযাদি রিপোর্ট
  ১৬ জুলাই ২০১৯, ০০:০০
আপডেট  : ১৬ জুলাই ২০১৯, ০০:১৫
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সোমবার রাজধানীর টিএসসি চত্বরে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা -যাযাদি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা প্রায় একঘণ্টা টিএসসি'র রাস্তা অবরোধ করে রাখেন। শিক্ষার্থীদের চার দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৫টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসলে তারা পরের দিন থেকে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন। দাবিগুলো হলো : সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে, বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষার ফলাফল দুই মাসের মধ্যে দিতে হবে, প্রশাসনিক কর্মকান্ড সম্পূর্ণ অটোমেশন পদ্ধতি, বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করা। আন্দোলনের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের শিক্ষার্থী শাকিল মিয়া বলেন, 'চার দফা দাবির প্রধান দাবি হচ্ছে, সাত কলেজের অধিভুক্তি বাতিল করা। যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪৩ হাজার শিক্ষার্থীর দায়ভার নিতে হিমশিম খাচ্ছে, সেখানে সাত কলেজের আড়াই লাখ শিক্ষার্থীর প্রশ্নপত্র প্রণয়ন, খাতা মূল্যায়ন এবং ফলাফল নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে দেবে? এতে যেমন আমাদের ক্ষতি হচ্ছে, তেমনি সাত কলেজের শিক্ষার্থীদেরও শিক্ষা জীবন নষ্ট করা হচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে