বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক

যাযাদি রিপোর্ট
  ২৩ জুন ২০১৯, ০০:০০

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি স্বর্ণের বারসহ মো. সুইম খান নামে কাতার এয়ারওয়েজের এক ট্রাফিক সহকারীকে আটক করেছে কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম।

শনিবার কাস্টম হাউস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কাস্টম হাউস ঢাকার বিমানবন্দর প্রিভেন্টিভ টিম বোর্ডিং ব্রিজ এলাকায় টহলকালে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সুইম নামে এক কর্মীকে স্বর্ণসহ আটক করে। এ সময় তার কাছে থাকা সিগারেটের প্যাকেটের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ টাকা।

পরে তার আইডি কার্ড চেক করে দেখা যায়, সুইম কাতার এয়ারলাইন্সের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে কমর্রত রয়েছেন। তার কাছে বিমানবন্দরের ডি-পাস উদ্ধার করা হয়েছে।

সুইম মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইম জানিয়েছেন, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগত এক যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ নিয়ে চোরাচালানকারীদের কাছে হস্তান্তরের উদ্দেশে গ্রহণ করেছে।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, বিমানবন্দরে দায়িত্বপালনকালে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কারণে কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী সুইমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<54940 and publish = 1 order by id desc limit 3' at line 1