logo
শনিবার ২১ সেপ্টেম্বর, ২০১৯, ৬ আশ্বিন ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৮ জুন ২০১৯, ০০:০০  

চট্টগ্রামে মাটির নিচে নেয়া হবে বিদু্যতের তার

চট্টগ্রামে মাটির নিচে নেয়া হবে বিদু্যতের তার
চট্টগ্রাম নগরজুড়ে যত্রতত্র বৈদু্যতিক তারের জটলা -ফাইল ছবি

যাযাদি ডেস্ক চট্টগ্রাম নগরজুড়ে যত্রতত্র বৈদু্যতিক তারের জটলা। ঘূর্ণিঝড় বা বাতাসে পড়ে থাকা তারে বিদু্যৎস্পৃষ্টে প্রাণও গেছে বহুজনের। ভয়াবহ আগুন লাগার কারণও এলোমেলোভাবে ঝুলে থাকা তার। অবশেষে এসব তার মাটির নিচে নেয়ার পরিকল্পনা করেছে বিদু্যৎ উন্নয়ন বোর্ড। ফায়ার সার্ভিসের তথ্যমতে, নগরে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত যতগুলো অগ্নিকান্ড ঘটেছে, তার বেশিরভাগই বৈদু্যতিক গোলযোগের কারণে। এর মধ্যে ২০১৫ সালে ৫৯৮টি অগ্নিকান্ডের মধ্যে ২০৬টি ঘটেছে বৈদু্যতিক গোলযোগের কারণে। অগ্নিকান্ডে ওই বছর মারা গেছে ১০ জন। নষ্ট হয় ৪০ কোটি টাকার সম্পদ। ২০১৬ সালে ৫০০টির মতো অগ্নিকান্ড ঘটেছে। ২০১৭ সালে সাড়ে ৪শ' ও ২০১৮ সালে ৪শ'টির মতো অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডের মধ্যে ৫০ শতাংশের বেশি ঘটেছে বিদু্যতের তারের কারণে। তাই মাটির নিচে বিদু্যতের তার নেয়া হলে অগ্নিকান্ড অর্ধেকে নেমে আসবে বলে জানান নগর পরিকল্পনাবিদরা। বিদু্যৎ উন্নয়ন বোর্ডের এমন উদ্যোগে খুশি নগরবাসীও। নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, মাটির নিচে লাইন নিতে গিয়ে যদি দুর্ঘটনার ঝুঁকি থাকে, তাহলে আমি সেই সিদ্ধান্তকে 'না' জানাব। যদি সব দিক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায়, অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ। মাটির নিচে তার নেয়া হলে অগ্নিকান্ডের ঝুঁকি অনেক কমে যাবে। বিদু্যৎ উন্নয়ন বোর্ডের সূত্রমতে, বৈদু্যতিক তার মাটির নিচে নেয়ার সিদ্ধান্তটি অনেক আগের। চলতি বছর ঢাকায় কয়েকটি বড় ধরনের অগ্নিকান্ড ঘটার পর, ঝুলে থাকা এসব তার সরানোর নির্দেশনা দেয় আদালত। পরে বিদু্যৎ উন্নয়ন বোর্ড সব তারই মাটির নিচে নেয়ার সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় বিদু্যৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলেও মাটির নিচে তার নেয়ার সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে চট্টগ্রাম শহরে ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে মাটির নিচে নেয়া হবে বৈদু্যতিক তার। পরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা শহর ও উপজেলা শহরেও মাটির নিচে নেয়া হবে তার। এজন্য চলতি মাসেই দরপত্র আহ্বান করা হবে। চট্টগ্রাম বিদু্যৎ উন্নয়ন বোর্ড (বিতরণ) দক্ষিণাঞ্চল প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, 'বিদু্যৎ উন্নয়ন প্রকল্পের জন্য ২ হাজার ৫শ' কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই প্রকল্পের মধ্যে মাটির নিচে তার নেয়ার প্রকল্পও আছে। চলতি মাসেই দরপত্র আহ্বান করা হবে। সব ঠিক থাকলে চলতি বছরেই মাটির নিচে তার নেয়ার কার্যক্রম শুরু হবে। নিরাপত্তা নিশ্চিত করেই মাটির নিচে তার নেয়া হবে।' ৬০ বর্গমাইলের চট্টগ্রাম নগরে পিডিবির তিন হাজার কিলোমিটার বিদু্যৎ সংযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে