শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের নির্বাচন থেকে 'শিক্ষা' নিন: সরকারকে মোশাররফ

নতুনধারা
  ২৬ মে ২০১৯, ০০:০০
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন -যাযাদি

যাযাদি রিপোর্ট

ভারতের লোকসভা নির্বাচন থেকে বাংলাদেশের সরকার, নির্বাচন কমিশনকে 'শিক্ষা' নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

ভারতের সাধারণ নির্বাচনের ফল ঘোষণার দুদিন বাদে শনিবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

মোশাররফ বলছেন, ভারতের জনগণ তাদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিতে পেরেছে, যা বাংলাদেশে পারেনি। ভারতের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় গেছে।

এর পাঁচ মাস আগে বাংলাদেশেও সাধারণ নির্বাচনে আগের মতোই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

ওই নির্বাচনে শোচনীয়ভাবে হারা বিএনপির অভিযোগ, 'ভোট ডাকাতি' করে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ।

মোশাররফ বলেন, 'ভারতের লোকসভার নির্বাচনে সে দেশের জনগণ নিজেরা ভোট দিতে পেরেছে, তাদের পছন্দমতো দলকে ভোট দিয়েছে, তাদের পছন্দমতো দলকে ক্ষমতায় এনেছে।

'বাংলাদেশ সরকার, বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বাংলাদেশের সকল পর্যায়ের প্রশাসকদের ভারত থেকে শিক্ষা নেয়া উচিত। বিশেষ করে আওয়ামী লীগ ও সরকারকে শিক্ষা গ্রহণ করতে হবে।'

ভারতের জনগণ ও সে দেশের নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

বাংলাদেশে গণতন্ত্র নেই দাবি করে তিনি বলেন, 'প্রতিবেশী দেশ ভারত এই নির্বাচনের মাধ্যমে জনগণের গণতন্ত্র কাকে বলে, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।'

'গণতন্ত্র উদ্ধারে' খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মোশাররফ।

বিএনপি ও সহযোগী সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে জানিয়ে দলের এই নীতিনির্ধারক বলেন, 'আমাদের সকল ক্ষেত্রে গণতন্ত্রায়নের ব্যবস্থা করতে হবে। আমাদের দলের নেতাকর্মীরা নেতা নির্বাচিত করলে নেতাকর্মীদের প্রতি যে দায়িত্ববোধ থাকে, ওপর থেকে চাপিয়ে দিলে সেটা থাকে না।

'গতকাল আমাদের সহযোগী সংগঠন ড্যাবের কমিটি হয়েছে সরাসরি ভোটের মাধ্যমে। আমরা আশা করি, আমাদের দল ও অঙ্গসংগঠনে এইভাবে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা করে তারপরে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।'

জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃতু্যবার্ষিকী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুলস্নাহ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<51138 and publish = 1 order by id desc limit 3' at line 1