শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস চালু

যাযাদি রিপোর্ট
  ২৩ মে ২০১৯, ০০:০০
আপডেট  : ২৩ মে ২০১৯, ০০:০৭
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাস বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের -ফোকাস বাংলা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবার উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে গুলিস্তানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করার পর বিআরটিসির এসি বাসে করেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সচিবালয়ে যান তিনি। বিআরটিসি চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহম্মেদ ভূইয়া জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৫টি এসি বাস চলবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে হানিফ ফ্লাইওভার হয়ে চাষাড়া-মন্ডলপাড়া পর্যন্ত যাত্রী বহন করবে এসব বাস। ঢাকা থেকে চাষাঢ়া জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। আর ঢাকা থেকে মন্ডলপাড়া ভাড়া হবে ৫৫ টাকা। এই সেবা চালুর ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যাত্রীরা উন্নত সেবা পাবে এবং বিআরটিসির কার্যক্রমে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন চেয়ারম্যান। এদিকে বিআরটিসি এসি বাসের ভাড়া ৪৫ টাকা ও ননএসি-বাসের ভাড়া ৩০ টাকার ঊর্ধ্বে না করার দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটি। বিবৃতিতে উলেস্নখ করা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, নারায়ণগঞ্জে গণপরিবহনে বেসরকারি বাস নিয়ে চিহ্নিত একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে যে নেরাজ্যকর পরিস্থিতি তৈরি করে রেখেছে। সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির ভূমিকা যেন তাতে সহায়তা করে চলেছে। পরিবহন থেকে চাঁদা আদায়ের জন্য এখানে সুবিধাভোগী একটি গোষ্ঠী সিন্ডিকেট তৈরি করে জনগণের সাথে সাথে বেসরকারি বাসমালিকদেরকেও জিম্মি করে রেখেছে। বাসের বহু মালিক এ বিষয়ে ভিন্ন সময়র্ যাব ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন স্থানে অভিযোগ করে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে