শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ছিনতাইয়ের অভিযোগে জগন্নাথের দুই শিক্ষার্থীকে বহিষ্কার

যাযাদি রিপোর্ট
  ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০
ছিনতাইয়ের অভিযোগে জগন্নাথের দুই শিক্ষার্থীকে বহিষ্কার

ছিনতাইয়ের অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বহিষ্কৃতরা হলেন- পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফাহিম আহমেদ খান এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের মারুফ আহমেদ।

দুইজনের বিরুদ্ধে অভিযোগ, গত ২৮ মার্চ নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী তার বন্ধুদের সঙ্গে ঘুরতে আসলে বাহাদুর শাহ পার্কে ডেকে তাদের সঙ্গে অশোভন আচরণ করে সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে দুইজনের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

আগামী সাত দিনের মধ্যে তাদের স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, সে ব্যাপারে লিখিত জবাব দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে