বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পচা ফল রাখায় 'স্বপ্ন'কে জরিমানা

নতুনধারা
  ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট

বিক্রির উদ্দেশ্যে পচা কমলা রাখার অপরাধে অভিজাত বিপণিবিতান 'স্বপ্ন'কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার রাজধানীর মিরপুর-২ এলাকায় অভিযান চালিয়ে স্বপ্ন সুপার শপকে জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

তিনি বলেন, মিরপুর-২ এর স্টেডিয়ামের উত্তর পাশে প্রশিকা মোড়ে অবস্থিত স্বপ্ন সুপার শপে অভিযান চালানো হয়।

এ সময় স্বপ্নে পচা কমলাসহ আরও অনেক ফল সাজিয়ে রাখতে দেখা যায়। অর্থাৎ প্রতিষ্ঠানটি সুযোগ বুঝে ক্রেতার কাছে ভালো কমলার নামে পচা কমলা বিক্রি করছে, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর পরিপন্থি। এ অপরাধে স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে এসব অন্যায় না করার জন্য একই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করে এপিবিএন-১ এর সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46226 and publish = 1 order by id desc limit 3' at line 1