শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শক্তিশালী ও দুর্বল ব্যাংক একীভূত করা হবে: অর্থমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০
আপডেট  : ১৪ এপ্রিল ২০১৯, ০০:১২
বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল -যাযাদি

সরকারি ব্যাংকগুলো ভালো করছে দাবি করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কিছু বেসরকারি ব্যাংক সেভাবে ভালো করছে না। তাই শক্তিশালী ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করা হবে। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক প্রধান কার্যালয়ে সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী আরও বলেন, একীভূতকরণে আইন না থাকলে আইন করে তা করা হবে, দরকার হয় আইন সংশোধন করা হবে। অনেক শক্তিশালী ব্যাংক যদি দুর্বল ব্যাংকের সঙ্গে একীভূতকরণে রাজি না হয় তবে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, বিদেশে আর টাকা পাচার হবে না বরং বিদেশ থেকে টাকা আসবে। ব্যাংক খাত অটোমেশনে আসবে। সব বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, আগামী বছর থেকে বেসরকারি খাতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ফলে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশে ব্যাপকহারে কর্মসংস্থান সৃষ্টি হলে দারিদ্র্য দূর হবে। নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ সফরের কথা রয়েছে নেদারল্যান্ডের রানীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এ দেশে আসবেন। তিনি প্রধানমন্ত্রীর সব কাজের প্রশংসা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে