শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রেকিং নিউজে ভুল তথ্য দেবেন না: তথ্যমন্ত্রী

নতুনধারা
  ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০
আপডেট  : ১৪ এপ্রিল ২০১৯, ০০:১২
শনিবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের ৯ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ -যাযাদি

যাযাদি ডেস্ক ব্রেকিং নিউজে ভুল বা অসত্য তথ্য পরিবেশন থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সব গণমাধ্যমের একটি ট্রেন্ড হচ্ছে সবার আগে সর্বশেষ সংবাদ পরিবেশন করা। কিন্তু অনেক সময় দেখা যায়, এটির কারণে ভুল কিংবা অসত্য সংবাদ পরিবেশিত হচ্ছে। দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। আরেকজনের অধিকার খর্ব হচ্ছে। তাই খবর পরিবেশনে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। শনিবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের ৯ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমবান্ধব প্রধানমন্ত্রী। বাংলাদেশে প্রাইভেট টেলিভিশনের যাত্রা শুরু হয় তার হাত ধরেই। সেই অভিযাত্রায় বাংলাদেশে এখন ৪৪টি টেলিভিশনকে লাইসেন্স দেয়া হয়েছে। ৩৩টি সম্প্রচারে আছে। আরও কয়েকটি খুব সহসা সম্প্রচারে আসবে। তিনি বলেন, বাংলাদেশে গত ১০ বছরে পত্রিকা প্রকাশের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। অনলাইন গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট বিপস্নব ঘটে গেছে। এই যে পরিবর্তন- এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমবান্ধব হওয়ার কারণে সম্ভব হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন যে কোনো সংবাদ পরিবেশিত হয়। খুব দ্রম্নত মানুষের কাছে সে সংবাদ পৌঁছে যায়। সরকারি সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। কিন্তু এ জন্য কিছু সমস্যাও সৃষ্টি হয়েছে। তাই সব গণমাধ্যমকে আমরা একটি নীতিমালার মধ্যে নিয়ে আসছি। এটি বাস্তবায়িত হলে সবকিছু শৃঙ্খলার মধ্যে আসবে। তথ্যসচিব আবদুল মালেক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বিটিভি ডিআইটি থেকে রামপুরায় স্থানান্তর করা হয়। তার নেতৃত্বেই বিটিভি পূর্ণাঙ্গ টেলিভিশনে পরিণত হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই চট্টগ্রামে বিটিভির কেন্দ্র চালু করেন। সেই চট্টগ্রাম কেন্দ্র থেকে এখন ৯ ঘণ্টার সম্প্রচার শুরু হচ্ছে। এটি একটি মাইলফলক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশীদ। অতিথিদের নিয়ে ৯ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে