বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৈশ্বিক কালান্তরের মুখোমুখি আমরা: আবুল মোমেন

যাযাদি ডেস্ক
  ২৩ মার্চ ২০১৯, ০০:০০
চট্টগ্রাম শহরের জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুক্রবার স্বাধীনতা উৎসব ও লেখক-পাঠক সম্মিলন উদ্বোধন অনুষ্ঠানে কবি-সাংবাদিক আবুল মোমেনসহ অন্য অতিথিরা -যাযাদি

নতুন প্রযুক্তির নেতিবাচক ব্যবহার, জীবনধারায় পরিবর্তন, অসহিষ্ণুতা, জঙ্গিবাদ, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে উদ্বেগ জানিয়ে কবি-সাংবাদিক আবুল মোমেন বলেছেন, বৈশ্বিক কালান্তরের মুখোমুখি আমরা।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে চট্টগ্রাম একাডেমি আয়োজিত ৫ দিনব্যাপী স্বাধীনতা উৎসব ও লেখক পাঠক সম্মিলন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

আবুল মোমেন বলেন, অনেক উত্থান-পতনে দেশ গেছে। বাঁক বদল ঘটেছে। পাকিস্তান আমলে অনেক সাহিত্য সংস্কৃতি সম্মেলন হয়েছে। ১৯৪৯ সালে প্রথম ঢাকায় সাহিত্য সম্মেলন হয়। যেখানে ড. শহীদুলস্নাহ বলেছেন-হিন্দু মুসলমান ভাগ করা যাবে না। ১৯৫০ সালে চট্টগ্রামে একটি সংস্কৃতি সম্মেলনে আবদুল করিম সাহিত্য বিশারদ বলেছেন, পরের মাথায় যারা কাঁঠাল ভেঙে খায় তাদের হাতে সমাজ চলে যাচ্ছে। ১৯৫৪ সালে কার্জন হলে সাহিত্য সম্মেলনে অনেক প্রবন্ধ পঠিত হয়। ৫৪ সালের নির্বাচনে রমেশ শীলের গান গণজোয়ার এনেছিল। বাঙালি সত্তা ফিরে পেয়েছে।

চট্টগ্রাম একাডেমির স্বাধীনতা উৎসব ও লেখক পাঠক সম্মিলনকে প্রাসঙ্গিকতার আলোয় আলোকিত করতে হবে। বাতিঘরের মতো আলো ছড়িয়ে দিতে হবে।

কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, রাশেদ রউফের সাংগঠনিক শক্তির পরিচয় মেলে এ অনুষ্ঠানে। নানা নামের এ আয়োজনে লেখক পাঠক মিলিত হওয়ার সুযোগ সৃষ্টি করছেন তিনি।

কথাশিল্পী অধ্যাপক ফেরদৌস আরা আলীম বলেন, সাহিত্যের চেয়ে বড় শক্তি নেই। সাহিত্য পারে মহামিলন ঘটাতে। সাহিত্য ছাড়া ভালো মানুষ হওয়ার উপায় নেই। লেখক মাত্রই পাঠক। পাঠক মাত্রই লেখক। সবাই দেশকে ভালোবাসতে হবে।

একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যক্ষ ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মিলনের আহ্বায়ক ও একাডেমির সাবেক মহাপরিচালক নেছার আহমদ।

একাডেমির মহাপরিচালক অরুণ শীল বলেন, ২০০১ সাল থেকে চট্টগ্রাম একাডেমি স্বাধীনতার বইমেলা আয়োজন করে আসছে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ আয়োজন।

দুর্নীতি প্রতিরোধ কমিটির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক, মানবাধিকার সংগঠক সৈয়দ সিরাজুল ইসলাম বলেন, সাহিত্য সংস্কৃতি যেখানে, আমি সেখানে ছুটে যাই জীবনকে উপভোগ করার জন্য। দেশ ধনী হবে, জাতি সমৃদ্ধ হবে যদি সুশাসন নিশ্চিত হয়, মননশীলতার বিকাশ ঘটে।

তিনি 'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি' গানটি শোনান।

শুরুতে ছিল দেশের গানের সঙ্গে দীপশিখা নৃত্যগোষ্ঠীর মনোমুগ্ধকর পরিবেশনা। এরপর শিল্পী মৃণালিনী চক্রবর্তীর পরিচালনায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাগেশ্রীর শিল্পীরা। উপস্থাপনায় ছিলেন আবৃতিশিল্পী আয়েশা হক শিমু।

উৎসবে শৈলী প্রকাশন, বলাকা প্রকাশন, শব্দশিল্প, আবির, প্রথমা, চন্দ্রবিন্দু, কালধারা, প্রজ্ঞালোক, অক্ষরবৃত্ত, বাতিঘর, চট্টগ্রাম একাডেমির স্টলে বিশেষ কমিশনে বই বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42192 and publish = 1 order by id desc limit 3' at line 1