শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
অবস্থান কর্মসূচিতে দাবি

গরিবের ব্যাংক গ্রামীণ ব্যাংকে গরিব কর্মচারীদের কদর নেই

যাযাদি রিপোর্ট
  ১৯ মার্চ ২০১৯, ০০:০০
আপডেট  : ১৯ মার্চ ২০১৯, ০০:০৯
গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে -যাযাদি

দৈনিক মজুরিভিত্তিক পিয়ন-কাম-গার্ড পদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদ। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, 'সাধারণ মানুষ আমাদের প্রতিষ্ঠানকে গরিব-মানুষবান্ধব প্রতিষ্ঠান বললেও আমাদের ম্যানেজমেন্ট গবির কর্মচারীদের সঙ্গে অমানবিক আচরণ ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে চলছে। ব্যাংকের বিভিন্ন শাখা অফিসে পিয়ন-কাম-গার্ড হিসেবে তিন হাজারের বেশি কর্মচারী দৈনিক মজুরির ভিত্তিতে বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছেন।' তারা বলেন, 'অনেকে ২০-২৫ বছর ধরে চাকরি করলেও তাদের স্থায়ী করা হচ্ছে না। তাছাড়া আমাদের কোনো নির্ধারিত কর্মঘণ্টা, সাপ্তাহিক, সরকারি, উৎসব, ঐচ্ছিক, অসুস্থতাকালীন ছুটি বা কোনো ধরনের বোনাস নেই। এমনকি আমাদের কোনো ধরনের কারণ দর্শানো ও লিখিত অভিযোগ ছাড়াই যে কোনো সময় মৌখিক ভিত্তিতে ছাঁটাই করা হয়। অথচ আমরা দিন-রাত কাজ করেও আমাদের ন্যায্য মজুরি পাই না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে