বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশ থেকে বছরে লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে: মান্না

যাযাদি রিপোটর্
  ১৮ জুলাই ২০১৮, ০০:০০
জাতীয় প্রেসক্লাবে ‘ক্যাম্পেইন এগেইনস্ট স্টেট করাপশন’ শীষর্ক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না। পাশে অন্যদের মধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী -যাযাদি

বাংলাদেশ থেকে এখন বছরে প্রায় ১ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, জিডিপি এবং মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি দেখিয়ে ক্ষমতাসীন সরকার দাবি করার চেষ্টা করছে বাংলাদেশে অনেক অথৈর্নতিক উন্নয়ন হচ্ছে। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান তাদের ভিন্ন গল্প বলে। দুনীির্তর মাধ্যমে সমাজের মুষ্টিমেয় কিছু মানুষের কাছে চলে যাওয়া টাকা শেষ পযর্ন্ত দেশে না থেকে পাচার হয়ে যায়।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ক্যাম্পোইন এগেইনস্ট স্টেট করাপশন’ শীষর্ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, গেøাবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটির তথ্য মতে, ২০০৫ থেকে ২০১৪ এই দশ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে কমপক্ষে ৬ লক্ষ কোটি টাকা, যার মধ্যে ২০১৪ সালে হয়েছিল ৭৩ হাজার কোটি টাকা। এখন পযর্ন্ত প্রাপ্ত তথ্যের নিরিখে ২০১৪ সালকে ভিত্তি ধরে এটা যৌক্তিকভাবে অনুমান করাই যায়Ñ পাচারের অঙ্কটি এখন বছরে প্রায় ১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ প্রান্তিক দুনীির্তর সরাসরি ভুক্তভোগী বলে সেটা সম্পকের্ই কমবেশি ধারণা রাখে। এ দেশে দুনীির্ত কতটা বীভৎস পযাের্য় চলে গেছে সেটা তারা অনেকেই জানেন না। তারা এটা বোঝেও না। এই রাষ্ট্রের কাছ থেকে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতসহ অন্যান্য খাতে তাদের যা যা প্রাপ্য সেসব তারা পায় না সবর্গ্রাসী দুনীির্তর কারণেই।

নাগরিক ঐক্যের আহŸায়ক বলেন, মান্ষুকে দুনীির্তর বিষয়ে যথেষ্ট তথ্য দিতে হবে এবং এর মাধ্যমে মানুষকে দুনীির্তর বিরুদ্ধে সচেতন করতে হবে। এই সচেতনতা মানুষকে দুনীির্তর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রণোদনা যোগাবে।

মান্না বলেন, যত দ্রæত সম্ভব আমরা অনেক মানুষের কাছে দুনীির্তর তথ্য পৌঁছাতে চাই আমরা। তাই এই ক্যাম্পেইনের জন্য যতগুলো মাধ্যমে সম্ভব আমরা প্রচারণা চালিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের দুনীির্ত এতটাই সবর্গ্রাসী যে, তা শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রেই নয়, ছড়িয়ে পড়েছে বেসরকারি সেক্টরেও।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাসদের (রব) সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3998 and publish = 1 order by id desc limit 3' at line 1