বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৮ জুলাই ২০১৮, ০০:০০
সংবাদ সংক্ষেপ

পতেঙ্গায় বস্তাবন্দি

মরদেহ উদ্ধার

যাযাদি রিপোটর্

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে আনুমানিক ৫৫ বছরের এক অজ্ঞাত পরিচয় পুরুষের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পতেঙ্গার ১০ নম্বর ঘাটের কয়লার ডিপো এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমশিনার (কণর্ফুলী জোন) জাহেদুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে দুপুর ১২টার দিকে আনুমানিক ৫৫ বছর বয়সী পুরষের বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করেছে পতেঙ্গা থানা পুলিশ। মরদেহটির চেহারা বিকৃত হয়ে গেছে। সম্ভবত ৫-৬ দিন আগে তাকে হত্যার পর এখানে ফেলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মগের্ প্রেরণ করা হয়েছে।

প্রাইভেট কারে

বিদেশি মদ

যাযাদি রিপোটর্

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকা থেকে প্রাইভেট কার তল্লাশি করে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেরিবাজারের হোটেল আল ইমামের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় ৯৬ বোতল ‘অ্যাবসলিউট ভদকা’ নামের বিদেশি মদসহ মো. উজ্জ্বলকে (২৭) গ্রেপ্তার করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা। উজ্জ্বল মদের বিপরীতে বৈধ কাগজপত্র বা আমদানির প্রমাণপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মহসীন।

অভিযানে আটক ৩৬

মাদক ব্যবসায়ী

যাযাদি রিপোটর্

রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২। সোমবার দিনগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব-২ পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩৬ জনকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গঁাজাসহ ২ যুবক

গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭ কেজি গঁাজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার হুলাটহাট স্টিমার ঘাটে এলাকা থেকে গঁাজাসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. নিয়ামুল হোসেন জুনায়েদ (২০) এবং নাঈম পাঠান (১৯)।

সদর থানা পুলিশের ওসি এসএম জিয়াউল হক বলেন, পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল হুলারহাট স্টিমার ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে আগত জুনায়েদ ও নাঈমকে তল্লাশি করে তাদের কাছ থাকা দুটি স্কুল ব্যাগ থেকে দুটি প্যাকেটে ৭ কেজি গঁাজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

লোকালয়ে

অজগর

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের ইছবপুরের লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ইছবপুর এলাকার আফতাব মিয়ার বাড়ি থেকে ওই অজগরটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অজগরটিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, অনেকদিন ধরে এই অজগরটি আফতাব মিয়ার বাড়িতে এসে তার মুরগি খেয়ে ফেলত। মঙ্গলবার সকালে মুরগি খাওয়ার জন্য সাপটি আসলে বাড়ির লোকেরা অজগর সাপটিকে দেখে, মেরে তাড়িয়ে দেয়ার জন্য লাঠি দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে। লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে অজগরটি মাটিতে পড়ে থাকে। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোক এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।

পানিতে ডুবে

শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে ঝিনুক ওরফে শ্রাবন্তী (৪) নামে এক শিশুর মমাির্ন্তক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশু শ্রাবন্তী আখাউড়া উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামের স্বপনের ঋষির কন্যা। স্থানীয়রা জানান, শ্রাবন্তী সকালে অনুমান ৭টায় নিখেঁাজ হয়। কিছুক্ষণ পরে তাদের বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3994 and publish = 1 order by id desc limit 3' at line 1