শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসিতে অভিযোগ জানানো অরণ্যে রোদন : রিজভী

যাযাদি রিপোটর্
  ১৭ জুলাই ২০১৮, ০০:০০
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী -যাযাদি

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলছেন, তিন সিটি নিবার্চনে ‘ক্ষমতাসীনদের সন্ত্রাসের’ বিষয়ে নিবার্চন কমিশনের কাছে অভিযোগ জানানো হলো ‘অরণ্যে রোদন’।

সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীর এমন মন্তব্য আসে।

তিনি বলেন, ‘তিন সিটি করপোরেশনের নিবার্চনে চলছে নৌকা মাকার্র পক্ষে নিবার্চনী অনাচার ও ক্ষমতাসীনদের অবৈধ দাপট। সেখানে গ্রেপ্তার, গ্রেপ্তারের হুমকি, ভয়ভীতি প্রদশের্নর প্রকাশ্যে-অপ্রকাশ্যে প্রচÐ মহড়া চলছে। পাশাপাশি পুলিশও বসে নেই। খুলনা ও গাজীপুরের মতো আওয়ামী প্রাথীর্র পক্ষে পুরোদমে নেমে পড়েছে।’

এসব বিষয়ে নিবার্চন কমিশনের কাছে অভিযোগ করলেও সেগুলো আমলে নেয়া হচ্ছে না দাবি করে রিজভী বলেন, ‘তাদের (ইসি) কাছে অভিযোগ জানানো মানে অরণ্যে রোদন।’

আসছে ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নিবার্চন সামনে রেখে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রাথীর্রা। এ তিন সিটিতে এবার মেয়র পদে ভোট হচ্ছে দলীয় প্রতীকে।

গত ১৫ মে খুলনা এবং ২৬ জুন গাজীপুর সিটি নিবার্চনে বিএনপির প্রাথীের্দর হারিয়ে মেয়র নিবাির্চত হন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রাথীর্রা।

ওই দুই নিবার্চনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি বলে আসছে, আগামীতেও ক্ষমতাসীনরা ‘একই কায়দায়’ নিবার্চনে জয়ী হওয়ার চেষ্টা করবে বলে তারা আশঙ্কা করছে।

রিজভী বলেন, ‘রাজশাহী সিটি নিবার্চনে চলছে শাসক দলের পক্ষে আওয়ামী নেতাদের নিবার্চনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক। জেলা প্রশাসক নৌকা মাকার্র অনুকূলে চরম পক্ষপাতমূলক আচরণ করছেন। নগরীর বিভিন্ন এলাকায় ধানের শীষের অফিস ভাঙচুর, অফিসের তালা ঝুলিয়ে দেয়া, নেতাকমীের্দর হুমকি ও ভয়ভীতি প্রদশর্ন করে আওয়ামী ক্যাডাররা এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।’

‘বরিশাল ও সিলেটে চলছে প্রকাশ্যে-অপ্রকাশ্যে হুমকি-ধমকি। বরিশালে মন্ত্রী পদমযার্দায় দায়িত্বে থাকার পরও আবুল হাসানাত আবদুল্লাহ তার ছেলেকে (সাদেক আবদুল্লাহ) বিজয়ী করার জন্য নিবার্চনী এলাকায় অবস্থান করছেন; তিনি কোনো আচরণবিধিই মানছেন না।’

এই বিএনপি নেতার ভাষায়, তিন সিটির কোথাও সুষ্ঠু নিবার্চনের ‘পরিবেশ নেই’। নিরাপদে ভোট দেয়া যাবে কি নাÑ তা নিয়েই ভোটারদের মধ্যে শঙ্কা আছে।

তিন সিটির ভোট নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন খুলনা ও গাজীপুরের মতো তিন সিটিতেও সুষ্ঠু নিবার্চন হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি এখনই কারচুপির সুস্পষ্ট আভাস দিলেন।’

রিজভী অভিযোগ করেন, খুলনা ও গাজীপুরের নিবার্চনে ‘নতুন ডাইমেনশনে’ ভোট কারচুপি করে নৌকা প্রতীকের প্রাথীের্দর ‘জিতিয়ে দেয়া’ হয়েছে। এ কারণে অন্যান্য রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রাথীর্, নিবার্চন পযের্বক্ষক আর বিশ্লেষকরা ওই ভোটের ‘নতুন অভিধা দিয়েছেন খুলনা-গাজীপুর মাকার্ নিবার্চন।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে ওই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষাথীর্ এবং শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলারও সমালোচনা করেন বিএনপি নেতা রিজভী।

তিনি বলেন, ‘ছাত্রলীগ বিবেকহীন মনুষ্যত্বহীন উন্মাদনায় ক্যাম্পাসে এক আগ্রাসী শক্তিতে পরিণত হয়েছে। আওয়ামী সরকারের ছাত্রলীগের সোনার ছেলেরা ছাত্রীদের ওপরও হামলা চালাচ্ছে, তাদের শুধু লাঞ্ছিত করছে না, ধষের্ণর হুমকিও দিচ্ছে। আমরা এহেন হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

অবিলম্বে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা এবং মুক্তির দাবিও এ সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী।

অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<3859 and publish = 1 order by id desc limit 3' at line 1