শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী, দেয়ালের ভাষা পড়–ন: রিজভীর আহŸান

যাযাদি রিপোটর্
  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কাযার্লয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন Ñফোকাস বাংলা

নিবার্চন থেকে খালেদা জিয়াকে বাইরে রাখার ‘উদ্দেশ্য হাসিলের’ পর এবার খালেদা জিয়াকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহŸান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘মিথ্যা দÐ দিয়ে তাকে নিবার্চন থেকে দূরে রাখার সাধ পূণর্ করলেন, এবার মুক্তি দিন। প্রধানমন্ত্রী আপনি দেয়ালের ভাষা পড়ুন, চারদিকে মানুষ চোখে-মুখে কী বলছে, বোঝার চেষ্টা করুন। পৃথিবীটা ক্ষণিকের, কিন্তু কমর্ফল অনন্তকালের। এখনও সময় আছে, এবার দেশনেত্রীকে মুক্তি দিন।’

দুনীির্তর মামলায় দÐ নিয়ে বিএনপি চেয়ারপারসনের কারাবাসের বছর পূণর্ হওয়ার দুদিন পর রোববার এক সংবাদ সম্মেলনে একথা বলেন রিজভী।

জিয়া এতিমখানা ও দাতব্য ট্রাস্টের অথর্ আত্মসাতের দুটি মামলায় দÐ নিয়ে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ফৌজদারি মামলায় দÐিত হওয়ায় তিনি একাদশ সংসদ নিবার্চনে অংশ নিতে পারেননি।

আদালতকে ব্যবহার করে তাদের নেত্রীকে জেলে রাখা হয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি চেয়ারপারসন তার কমর্ফল ভোগ করছেন এবং এক্ষেত্রে আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি অনুগ্রহ করে ফেরাউন-নমরুদ-হিটলার অথবা কল্পরাজ্যের হিরকের রাজাকে টেক্কা দেয়ার প্রতিযোগিতা করবেন না। দুই কোটি টাকার মিথ্যা মামলায় তাকে একবছর কারারুদ্ধ করে রাখা অন্যায়, অবিচার ও জুলুম।’

সেনা নিয়ন্ত্রিত তত্ত¡াধবায়ক সরকার আমলে শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তখন তার মাথার ওপর ১৫টি দুনীির্ত মামলা ছিল। সেগুলো আদালতের মাধ্যমে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

‘আর খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাগুলোকে চলমান রেখে এখন সাজা দেয়া হচ্ছে আইন-আদালতকে কব্জা করে। উদ্দেশ্য তাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা।’

কারা অন্তরীণ খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়ে রিজভী বলেন, ‘তার অসুস্থতা দিনে দিনে বাড়লেও তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না। পুরনো রোগগুলো বেড়ে গেছে। চোখে প্রচÐ ব্যথা, পা ফুলে গেছে, হঁাটতে পারছেন না। নিযার্তন সহ্য করতে গিয়ে তার পূবের্র অসুস্থতা এখন আরও গুরুতর রূপ ধারণ করেছে।

‘এইরকম শারীরিক অসুস্থতার মধ্যেও অমানবিকভাবে কারাগারের ভেতরে স্থাপিত ছোট্ট অপরিসর কক্ষের ক্যাংগারু আদালতে তাকে ঘনঘন হাজির করা হচ্ছে। চরম স্বাস্থ্য ঝুঁকিতে থাকলেও তিলে তিলে শেষ করে দেয়ার জিঘাংসা চরিতাথর্ করে চলেছে সরকার।’

খালেদা জিয়ার কারাগারে যাওয়ার একবছর পূতিের্ত শনিবার চট্টগ্রাম, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রতিবাদ কমর্সূচিতে পুলিশের বাধা এবং বরিশালের ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনকে গ্রেপ্তারের নিন্দা জানান রিজভী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36191 and publish = 1 order by id desc limit 3' at line 1