বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
সব প্রশ্নের উত্তর নেই

দুই যুগে কতটা সফল ঢাকা আন্তজাির্তক বাণিজ্যমেলা?

অনেক ক্রেতা-দশর্নাথীর্র বক্তব্য, নাম আন্তজাির্তক বাণিজ্যমেলা, কিন্তু মেলাটা কি সত্যিই আন্তজাির্তকভাবে সাড়া ফেলেছে? গত ২৪ বছরেও এ মেলা আন্তজাির্তক পরিমÐলে স্থান করে নিতে পারেনি। বলতে হবে, এ ক্ষেত্রে আয়োজকরা ব্যথর্।
যাযাদি রিপোটর্
  ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০
রাজধানীর শেরেবাংলা নগরে আন্তজাির্তক বাণিজ্যমেলায় পছন্দের জিনিস দেখছেন ক্রেতা-দশর্নাথীর্রা। ছবিটি শনিবার তোলা Ñফোকাস বাংলা

ঢাকা আন্তজাির্তক বাণিজ্য মেলা। ১৯৯৫ সাল থেকে এর শুরু। দুই যুগ ধরে প্রতি বছরই এর আয়োজন হচ্ছে। এবারও গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২৪তম ‘ঢাকা আন্তজাির্তক বাণিজ্য মেলা- ২০১৯’।

মেলার নামের সঙ্গে যুক্ত আছে ‘আন্তজাির্তক’ শব্দটি। বাংলা একাডেমির অভিধান অনুযায়ী, ‘আন্তজাির্তক’ শব্দের অথর্ ‘সব জাতি বা রাষ্ট্রের মধ্যে প্রচলিত’। কিন্তু এই দুই যুগেও সব জাতি-রাষ্ট্রের মধ্যে প্রচলিত বা স্থান করে নিতে ব্যথর্ হয়েছে ঢাকা আন্তজাির্তক বাণিজ্য মেলা। এমনটি মনে করেন অনেকে। যদিও এ ব্যথর্তার কথা সরাসরি স্বীকার করছেন না সংশ্লিষ্টরা।

এবারের মেলায় অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের স্বাধীন ১৯৪টির দেশের মধ্যে ২৬টি দেশ। এ হিসেবে বাণিজ্য মেলায় স্বাধীন দেশগুলোর অংশগ্রহণের হার মাত্র (প্রায়) ১৩ শতাংশ।

মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরঁা ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। বাংলাদেশ ছাড়া ২৫টি দেশের ৫২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। এই হিসাবে বিদেশি প্রতিষ্ঠানগুলো মেলার প্রায় ৯ শতাংশ স্থানজুড়ে অবস্থান করছে। বাকি ৯১ শতাংশ দেশি প্রতিষ্ঠানগুলোর দখলে।

মেলার অন্যতম উদ্দেশ্য হলো বিভিন্ন পণ্য ও সেবার সঙ্গে দেশি-বিদেশি ভোক্তাদের পরিচিত করা। ৯ থেকে ১৮ জানুয়ারি পযর্ন্ত এই ১০ দিনের মধ্যে পঁাচদিন এ প্রতিবেদক বাণিজ্য মেলায় ঘুরেছেন। এর মধ্যে বিদেশি ক্রেতা-দশর্নাথীর্ খুব কম পরিলক্ষিত হয়েছে।

বাংলাদেশি অনেক ক্রেতা-দশর্নাথীর্ এ ব্যাপারে আক্ষেপ করে বলেছেন, ‘নাম আন্তজাির্তক বাণিজ্য মেলা, কিন্তু মেলাটা কি সত্যিই আন্তজাির্তকভাবে সাড়া ফেলেছে? গত ২৪ বছরেও এ মেলা আন্তজাির্তক পরিমÐলে স্থান করে নিতে পারেনি। বলতে হবে, এ ক্ষেত্রে আমরা ব্যথর্।’

প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে আন্তজাির্তক অঙ্গনে সাড়া ফেলতে না পারলেও এর উদযাপন-আয়োজনে কোনো ঘাটতি থাকে না। রাষ্ট্রপ্রধান কিংবা সরকারপ্রধান এর উদ্বোধন করেন। এবারও ঢাকা আন্তজাির্তক বাণিজ্য মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

যদিও এ ব্যথর্তার কথা সরাসরি স্বীকার না করলেও পরোক্ষভাবে মেনে নিয়েছেন সংশ্লিষ্টরা। বাণিজ্য মেলার আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়। মেলা শুরুর আগের দিন শেরে বাংলানগরের মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এতে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্টাচাযর্সহ সংশ্লিষ্ট ঊধ্বর্তন কমর্কতার্রা।

এ সময় এক সংবাদকমীর্ জানতে চান, ‘এটা আন্তজাির্তক বাণিজ্যমেলা। এতে ২৫টি দেশের ৫২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। কিন্তু গত কয়েক বছর ধরে আমরা যেটা দেখছি, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হলেও রাজধানীর নিউ মাকের্টকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে। বাইরের বড় বড় কোম্পানিগুলোকে খুব-একটা দেখা যাচ্ছে না। যদিও মেলায় বিদেশি ছোট ছোট কিছু প্রতিষ্ঠান আসছে। আমরা সেই অবস্থানে কবে নাগাদ যেতে পারব?’

বাণিজ্যমন্ত্রী, সচিবসহ সবার পক্ষ থেকে এ প্রশ্নের উত্তর দিতে বলা হয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্টাচাযের্ক। তখন পরোক্ষভাবে এ ব্যথর্তা স্বীকার করে বিজয় ভট্টাচাযর্ বলেন, ‘তারা (বিদেশি বড় কোম্পানি) মূলত সোসির্ংয়ের জন্য মেলায় আসে। আমরা কিন্তু সোসির্ং মেলা করছি না। আমরা অবকাঠামো তৈরি করছি পূবার্চলে। তারা একটা গাড়ি নিয়ে আসবে, কিংবা অন্যকিছু নিয়ে আসবে। আমরা রাখব কোথায়, জায়গা নেই আমাদের। ২০২০ সালে আমরা আশা করছি, পূবার্চলে প্রথম সোসির্ং মেলা করতে পারব।’

সোসির্ং মেলা ও কনজ্যুমার মেলা, দুটো আপনারা কীভাবে আলাদা করবেন- জানতে চাইলে বিজয় ভট্টাচাযর্ বলেন, ‘আন্তজাির্তক কোম্পানিগুলো এ ধরনের কনজ্যুমার ফেয়ারে কোথাও যায় না। এটা কিন্তু কনজ্যুমার ফেয়ার। এ মেলাটা আমরা কেন করি? আজ ২৪তম মেলা শুরু হলো। এর আগে ২৩টি মেলা হয়েছে। এই মেলার কনসেপ্টটা কী ছিল? কনসেপ্টটা হলো- দেশীয় কোম্পানিগুলোকে যাতে প্রমোট করা যায়।’

এ বিষয়ে ব্যবসায় গবেষণা ব্যুরোর চেয়ারম্যান অধ্যাপক আলী আক্কাস বলেন, ‘এ উদ্যোগ সফল করার জন্য বাংলাদেশের বিদেশি দূতাবাসগুলোকে ইকোনমিক ডিপ্লোমেসি (অথৈর্নতিক তৎপরতা) বাড়াতে হবে। এটা করলেই আমাদের মেলায় বিদেশি প্রতিষ্ঠান বাড়বে, থাইল্যান্ড যেভাবে মেলা করে থাকে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32998 and publish = 1 order by id desc limit 3' at line 1