বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছে ২৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

যাযাদি রিপোটর্
  ১৩ জুলাই ২০১৮, ০০:০০
আপডেট  : ১৩ জুলাই ২০১৮, ১১:২৮

‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৭’ এর জন্য ৯টি শ্রেণিতে ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবতর্ন মন্ত্রণালয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার চক্রবতীর্ সিনিয়র সহকারী সচিব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিটি শ্রেণিতে পুরস্কারপ্রাপ্তরা সনদ, ক্রেস্ট ও চেক পাবেন। প্রথম পুরস্কারের জন্য ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কারের জন্য ২০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কারের জন্য ১৫ হাজার টাকা দেয়া হবে। প্রাথমিক বিদ্যালয়/উচ্চ বিদ্যালয়/এবতেদায়ি মাদ্রাসা/সিনিয়র মাদ্রাসা শ্রেণিতে মুন্সীগঞ্জের পয়সা উচ্চ বিদ্যালয় প্রথম, কুমিল্লার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় দ্বিতীয় ও নড়াইলের লোহাগড়ার ৪ নম্বর নলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। কলেজ/বিশ্ববিদ্যালয় শ্রেণিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মৌলভীবাজারের শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা কলেজ, কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ও মৌলভীবাজারের তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ। ইউনিয়ন পরিষদ/উপজেলা পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন শ্রেণিতে চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদ প্রথম, নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ দ্বিতীয় ও সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ তৃতীয় পুরস্কারের জন্য নিবাির্চত হয়েছে। অধিদপ্তর/ পরিদপ্তর/সেক্টর কপোের্রশন/প্রতিষ্ঠান শ্রেণিতে প্রথম পটুয়াখালী জেলা প্রশাসন ও দ্বিতীয় পুরস্কার পাবে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ব্যক্তিগত পযাের্য় বৃক্ষরোপণ শ্রেণিতে প্রথম পুরস্কার পাচ্ছেন দিনাজপুরের নতুন ভূষির বন্দরের পায়েল দেবী আগরওয়ালা। এই শ্রেণিতে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পাচ্ছেন যথাক্রমে নওগঁা পোরশার আব্দুস ছালাম মÐল, ল²ীপুর সদরের দত্তপাড়ার জাহানারা শফিক। ব্যক্তি মালিকানাধীন নাসাির্র ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পাচ্ছে সাভারের আশুলিয়ার হোসেন নাসাির্র (মালিক হাসিনা বেগম), খুলনার পাইকগাছার ডালিয়া নাসাির্র (মালিক তানিয়া খাতুন) ও বগুড়া সদরের গোকুল বাঘোপাড়ার সৌখিন নাসাির্র (মালিক মো. আতিকুল ইসলাম)। বাড়ির ছাদে বাগান সৃজন শ্রেণিতে ফরিদপুর কমলাপুরের হান্না শুক্তি কনা প্রথম, রাজশাহী রাজপাড়ার তহমিনা খাতুন দ্বিতীয় ও দিনাজপুর সদরের মধ্য বালুবাড়ীর সুলতানা ফেরদৌসী তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বন বিভাগ কতৃর্ক সৃজিত বাগান শ্রেণিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় মনোনীত হয়েছে বরিশাল সামাজিক বন বিভাগ, নোয়াখালীর উপকূলীয় বন বিভাগের চরবাটা রেঞ্জ ও নোয়াখালীর উপক‚লীয় বন বিভাগের চর আলাউদ্দিন রেঞ্জ। এ ছাড়া বৃক্ষ গবেষণা/সংরক্ষণ/উদ্ভাবন মূল্যায়ন ক্যাটাগরিতে চট্টগ্রামের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ডিভিশনাল অফিসার রফিকুল হায়দার প্রথম ও সাতক্ষীরা সদরের বলাডাঙ্গা তুজুলপুরের মো. ইয়ারব হোসেন দ্বিতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে