শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আত্মরক্ষার ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প থাকছে না: রিজভী

যাযাদি রিপোটর্
  ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী Ñযাযাদি

সারা দেশে বিএনপির নেতা-কমীের্দর ওপর হামলা-নিযার্তনের মতো অপরাধমূলক ঘটনায় পুলিশ কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি বলেছেন, যেহেতু তারা সরকারি বা বৈধ কোনো কতৃর্পক্ষের কাছ থেকে পরিত্রাণবিষয়ক আশ্রয় পাচ্ছেন না, তাই তাদের নেতা-কমীের্দর নিজ থেকেই আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প থাকছে না।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, আইনগতভাবে প্রত্যেক নাগরিকের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার আছে।

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে রিজভী বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে, জনসমথর্নহীন ও দিশেহারা সরকার আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চন ভÐুল করার জন্যই উসকানিমূলক আচরণ করছে।

সাংবাদিকদের ঐতিহাসিক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানান রিজভী। তিনি বলেন, জাতির এই ক্রান্তিকালে দেশের চতুথর্ স্তম্ভ হিসেবে তাদের ভূমিকা আরও বেগবান করতে হবে।

প্রধান নিবার্চন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপি নেতা রিজভী বলেন, একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে তৃতীয় কোনো শক্তির ষড়যন্ত্র হিসেবে সিইসি তার বক্তব্যে উল্লেখ করেছেন। হঠাৎ তার এই বক্তব্য গভীর সন্দেহজনক বলে প্রতীয়মান হচ্ছে। সিইসি নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নিবার্চন চাইলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে পারতেন, কিন্তু নামাননি।

রিজভীর অভিযোগ, পুলিশ ভোটের মাঠে এখন আওয়ামী লীগের লেঠেল বাহিনীতে অবতীণর্ হয়েছে। তা হলে কেন এই অকল্পনীয় সহিংসতা ও পাইকারি গ্রেপ্তারে দায় সিইসি নিজে না নিয়ে এখন তৃতীয় শক্তির ষড়যন্ত্রের কথা বলছেন, তা রহস্যজনক। সিইসি তৃতীয় শক্তির ষড়যন্ত্রের কথা বলছেন। তার এই বক্তব্য অশুভ ইঙ্গিতবাহী।

প্রতিদিনের মতো আজও সারা দেশে বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কমীের্দর ওপর হামলা, দলীয় কাযার্লয় ভাঙচুর, নিবার্চনী কাযর্ক্রমে বাধা দেওয়ার বিভিন্ন তথ্য তুলে ধরেন রিজভী। তিনি ধরপাকড় বন্ধ করে সুষ্ঠু নিবার্চনের পরিবেশ তৈরির আহŸান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27115 and publish = 1 order by id desc limit 3' at line 1