বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিজভী সংবাদ সম্মেলন কিভাবে করেন, প্রশ্ন হাছানের

যাযাদি রিপোটর্
  ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ রোববার ধানমÐিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন Ñযাযাদি

পুলিশের ওপর আক্রমণ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী কিভাবে দলীয় কাযার্লয়ে বসে সংবাদ সম্মেলন করেন, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

রোববার ধানমÐিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা প্রতিনিয়ত আচরণবিধির কথা বলেন, তারা নিজেদের কাযার্লয়ের সামনে হাজার হাজার লাঠি আর বঁাশ নিয়ে যেভাবে নিবার্চনী ফরম সংগ্রহ করতে গিয়েছেন, এটা আচরণবিধির কোথায় আছে?

‘পুলিশকে ঘেরাও করে মারধর, কিলঘুষি মেরে পুলিশ ও র‌্যাবের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, সেখানে আচরণবিধির ১১, ১৮ ধারা সুস্পষ্ট লঙ্ঘিত হয়েছে। আর এ ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে, যেখানে পল্টন থানার মামলা নম্বর ২১ এবং ২২-এ রিজভী আসামি। পল্টন থানার মামলা নম্বর ২৩-এর ২৮ নম্বর আসামিও হচ্ছে রিজভী।’

হাছান মাহমুদ বলেন, ‘পুলিশের কাছে প্রশ্ন- নিবার্চনের আচরণবিধি লঙ্ঘন করে তারা যে হাঙ্গামা সৃষ্টি করেছে, সেখানে যিনি মামলার দুই নম্বর আসামি, কাযার্লয়ে বসে কিভাবে অন?্য দলের বিরুদ্ধে মিথ?্যাচার করেন, বিষোদগার করেন? পুলিশ এবং নিবার্চন কমিশনের কাছে অনুরোধ জানাব, এসব মামলার আসামি রিজভীসহ সমস্ত আসামিদের বিরুদ্ধে তড়িৎ ব?্যবস্থা নেয়ার জন?্য।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর নিমির্ত প্রামাণ্যচিত্র ‘হাসিনা : আ ডটার’স টেল’-এর প্রেক্ষাগৃহে প্রদশর্নী বন্ধের দাবি জানিয়ে রুহুল কবির রিজভী গত শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নিবার্চনে প্রাথীর্ হবেন। সেখান এই প্রামাণ্যচিত্রে দেশের ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপট ও ক্ষমতার পালাবদল নিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশিত হচ্ছে, যেটা নিবার্চনী আচরণবিধির লঙ্ঘন।

এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘এটির সঙ্গে রাজনীতি বা ভোটের কোনো সম্পকর্ নেই। প্রধানমন্ত্রী রাজনৈতিক ব?্যক্তিত্ব বিধায় রাজনীতির কিছু ঘটনা প্রবাহে ও বঙ্গবন্ধু হত?্যার পর তার ওপর যে নিযার্তন-নিপিড়নÑ এ বিষয়গুলো উঠে এসেছে। কিন্তু এটার সঙ্গে নিবার্চনের কোনো সম্পকর্ নেই। অথচ বিএনপি নেতা রিজভী এই ছবির সঙ্গে নিবার্চনের আচরণবিধির কোথায় কি খুঁজে পেলেন, সেটা আমার বোধগম?্য নয়। তিনি এই প্রসঙ্গে যে বক্তব?্য রেখেছেন, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একটি শিল্পকমর্ নিয়ে এ ধরনের বক্তব?্য নিন্দনীয়।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রকৃতপক্ষে তাদের গাত্রদাহের মূল কারণ হচ্ছে তাদের নেত্রী খালেদা জিয়াকে নিয়ে কোনো শিল্পকমর্ বানানোর কোনো ঘটনাপ্রবাহ নেই। খালেদা জিয়ার জীবনী লিখতে হলে বলতে হবে পঁাচটি জন্মদিনের কথা, তার নেতৃত্বে পরপর পঁাচবার বাংলাদেশ দুনীির্ততে চ্যাম্পিয়ন হয়েছে, দুই পুত্র দুনীির্তর টাকা বিদেশে পাচার করেছে, দুনীির্তর দায়ে ১০ বছরের কারাদÐ হয়েছে।

‘খালেদা জিয়ার জীবন নিয়ে চলচ্চিত্র বানাতে হলে একটি হরর মুভি বানাতে হবে। কারণ হচ্ছে, ভৌতিক ছবিতে নায়িকা মানুষ পোড়ালে সেই পোড়া মানুষের গন্ধ না পেলে ঘুমাতে পারে না, পোড়া মানুষের গন্ধ না পেলে তার স্বস্তি হয় না। সুতরাং খালেদা জিয়াকে নিয়ে কোনো ছবি বানাতে হলে এগুলোই উঠে আসবেই।’

সুপ্রিম কোটের্ ভোট চেয়ে মিজার্ ফখরুল ও ড. কামাল নিবার্চনী আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা নিবার্চনী আচরণবিধির কথা বলেন? গতকাল দেশের সবোর্চ্চ আদালত সুপ্রিম কোটর্ প্রাঙ্গণে রীতিমতো সমাবেশ করে দেশের সবোর্চ্চ আদালত এবং আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিজার্ ফখরুল এবং ড. কামাল হোসেনরা ধানের শীষে ভোট চেয়েছেন, এটা আচরণবিধির চরম লঙ্ঘন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতি-বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাপা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<23109 and publish = 1 order by id desc limit 3' at line 1