শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মÐপে মÐপে ৫০০ কেজি করে চাল দিচ্ছে সরকার

যাযাদি রিপোটর্
  ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

শারদীয় দুগার্পূজা উপলক্ষে দেশের ৬৪টি জেলায় ৩০ হাজার ১৯৩টি পূজামÐপে বিতরণের জন্য ১৫ হাজার ৫৯৬ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। প্রতিটি মÐপ ৫০০ কেজি করে চাল পাবে। সম্প্রতি দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে চালের বরাদ্দপত্র জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

বরাদ্দপত্রে বলা হয়েছে, শারদীয় দুগার্পূজা উৎসব আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে দেশের ৬৪টি জেলার ৩০ হাজার ১৯৩টি পূজামÐপে আসা ভক্তদের খাবার বাবদ বিতরণের জন্য ১৫ হাজার ৫৯৬ টন চাল বরাদ্দ দেয়া হলো। জেলা প্রশাসক তার জেলার অধীন পূজামÐপের সংখ্যা, আকার, ব্যাপকতা, আথির্ক সামথর্্য-স্বচ্ছলতা-দারিদ্র্যতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলী বিবেচনা করে উপজেলাওয়ারি জিআর চাল দেবেন। মÐপ সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুদ রেখে দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরকে অবহিত করতে হবে।

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সোমবার হিন্দু ধমার্বলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুগার্পূজা শুরু হয়েছে। প্রতিমা বিসজর্ন হবে ১৯ অক্টোবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<17879 and publish = 1 order by id desc limit 3' at line 1