বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যক্তিগত গাড়ি বন্ধে উদ্যোগ নিচ্ছে ঢাকার দুই সিটি

যাযাদি রিপোটর্
  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
মোহাম্মদ সাঈদ খোকন

অংশীজনদের নিয়ে ব্যক্তিগত গাড়ি বন্ধ ও নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটিতে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০১৮’ উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। অনুষ্ঠানের বিষয় ‘যানজট ও দূষণহ্র্রাসে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করি, বহুমাধ্যমভিত্তিক সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ি’।

ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের বিষয়ে মেয়র বলেন, ব্যক্তিগত গাড়ি বন্ধে একটি আইন রয়েছে। সামনে সমন্বয় সভা আছে। অংশীজনদের নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সমন্বয় সভা করবে। এই সভায় বিস্তারিত আলোচনা হবে। একজন ব্যক্তি কয়টি গাড়ি ব্যবহার করবেন, আদৌ কারো ব্যক্তিগত গাড়ির প্রায়োজন রয়েছে কি-না, বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে উদ্যোগ নেব।

জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফিরে আসার পর বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে বলেও জানান মেয়র খোকন।

ব্যক্তিগত গাড়ি ব্যবহারে ভয়াবহতা উল্লেখ করে সাঈদ খোকন বলেন, অনেক পরিবারের সদস্য তিনজন। অথচ গাড়ি ব্যবহার করেন পঁাচটি। বাড়ির সাহেব অফিসে যেতে একটি গাড়ি, ম্যাডাম ব্যবহার করেন আরেকটি গাড়ি। অনেক সময় বাচ্চার স্কুলে ব্যবহার করা হয় ভিন্ন গাড়ি, বাড়ির কাজের লোক সবজি কিনতে যান অন্য গাড়ি নিয়ে। অনেক সময় ধনীর দুলালরা রেসিং কার নিয়ে রাতে দাপিয়ে বেড়ায়, এতে অনেক সময় দুঘর্টনা ঘটে। আমরা এটা চলতে দিতে পারি না।

মেয়র আরো বলেন, মাত্র ৬ থেকে ৭ শতাংশ মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। বাকি মানুষ গণপরিবহন ও হেঁটে চলাচল করে। ৬ থেকে ৭ শতাংশ মানুষের জন্য নগরীর বৃহৎ জনগোষ্ঠীর কষ্ট হচ্ছে। ব্যক্তিগত গাড়ির জন্য ঢাকায় যানজটের ভয়াবহ অবস্থা। এভাবে চলতে পারে না। সবাইকে নিয়মের আওতায় আনতে হবে। ব্যক্তিগত গাড়ি কমলে শহরের যানজটও কমবে। তা না হলে একজন মানুষের মোহাম্মদপুর থেকে মতিঝিল আসা-যাওয়া করতে তিন ঘণ্টা করে ছয় ঘণ্টা সময় লাগে। ফলে মানুষের কাজ করার শক্তি কমে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13733 and publish = 1 order by id desc limit 3' at line 1