শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার মানুষকে মৃতু্যর মুখে ঠেলে দিচ্ছে: রিজভী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ০৯ মে ২০২০, ০০:০০
আপডেট  : ০৯ মে ২০২০, ১০:২৭
শুক্রবার গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে টঙ্গী বাজার এলাকায় ত্রাণ বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী -যাযাদি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লকডাউন খুলে দিয়ে সরকার মানুষকে মৃতু্যর মুখে ঠেলে দিচ্ছে। করোনাভাইরাসের কারণে নিম্নআয়ের অসহায়, গরিব মানুষ, কৃষক-শ্রমিক যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা খুবই খারাপ। তাদের কথা চিন্তা করে বিএনপির সব নেতাকর্মীদের বলেছি আপনারা তাদের পাশে এসে দাঁড়ান। রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই বছর অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছিল। বেগম খালেদা জিয়া আমাদেরকে নিম্নআয়ের গরিব, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছেন। বিএনপি ১৩ লাখ পরিবারকে সহায়তা করেছে। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতাকর্মীরা সারাদেশে ত্রাণ বিতরণ করছেন। শুক্রবার গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে টঙ্গী বাজার এলাকায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সকার জাবেদ আহমেদ সুমন, গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে টঙ্গীর আউচপাড়া এলাকায় গাজীপুর মহানগর যুবদল সভাপতি প্রভাষক বসির উদ্দিনের নিজ বাড়িতে নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে