বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেসরকারি শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদান

নতুনধারা
  ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট

বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদান করা হয়েছে। বুধবার চারটি ব্যাংকে বৈশাখী ভাতার চেক পাঠানো হয়েছে। আগামী ১৩ এপ্রিলের মধ্যে শিক্ষক-কর্মচারীরা এ অর্থ তুলতে পারবেন বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) থেকে জানা গেছে।

জানা গেছে, এর আগে ৭ এপ্রিল বৈশাখী ভাতার সরকারি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। গত বছর থেকে এমপিওভুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা দেয়া হচ্ছে।

মাউশি থেকে জানা গেছে, বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক এবং কর্মচারীদের বৈশাখী ভাতা দিতে প্রায় ১৩৮ কোটি টাকার মতো প্রয়োজন হবে। ২০১৯-২০২০ অর্থবছরে এ টাকা বরাদ্দ রেখেছে অর্থ মন্ত্রণালয়।

২০১৮ সালের ৮ নভেম্বর বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সে বছর থেকেই শিক্ষকরা ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাচ্ছেন। এমপিওভুক্ত প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে এ বছর থেকে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95802 and publish = 1 order by id desc limit 3' at line 1