শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-খুলনাসহ ৪ অঞ্চলে বইছে দাবদাহ

যাযাদি ডেস্ক
  ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

তাপপ্রবাহের ১২তম দিন ছিল মঙ্গলবার। গতকাল ঢাকা ও খুলনা বিভাগসহ চারটি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়। এ সময়ের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো তাপপ্রবাহের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বজ্রবৃষ্টি হয়ে যাচ্ছে। মঙ্গলবার দুই অঞ্চল ও তিন বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কুমিলস্না ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই ২৪ ঘণ্টার পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিনে) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, পাবনা, রাঙ্গামাটি ও সিলেট অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফরিদপুরে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া তাপপ্রবাহ বয়ে যাওয়া অন্য অঞ্চলগুলোর মধ্যে ঢাকায় ৩৭, টাঙ্গাইলে ৩৭, মাদারীপুরে ৩৬, গোপালগঞ্জে ৩৬, রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ৫, সিলেটে ৩৬ দশমিক ২, রাজশাহীতে ৩৭ দশমিক ২, ঈশ্বরদীতে ৩৭ দশমিক ২, খুলনায় ৩৬ দশমিক ৬, মোংলায় ৩৭ দশমিক ৭, সাতক্ষীরায় ৩৬ দশমিক ৭, যশোরে ৩৮, চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৭ ও কুমারখালীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95695 and publish = 1 order by id desc limit 3' at line 1