শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ভিডিও কনফারেন্স

রোগী ফিরিয়ে দেওয়া ডাক্তারদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর

চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্য বিমার ব্যবস্থা করার কথা বলেন শেখ হাসিনা
যাযাদি রিপোর্ট
  ০৮ এপ্রিল ২০২০, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে কথা বলেন -ফোকাস বাংলা

দেশে নভেল করোনাভাইরাস মোকাবিলায় যেসব চিকিৎসক প্রত্যক্ষভাবে জনগণের সেবা নিশ্চিতে এগিয়ে আসেননি তাদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন হাসপাতালে সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছেন না, এমন খবর পাওয়ার কথা তুলে তিনি বলেছেন, যেসব চিকিৎসক বর্তমানে সেবা দিচ্ছেন না, ভবিষ্যতে তারা চাকরি করতে পারবেন কি না, তা ভাবা হবে। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক-নার্স নিয়ে আসার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনা দিতে গিয়ে এ ক্ষোভ প্রকাশ করেন।

বর্তমান কঠিন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য, ত্রাণ বিতরণে যুক্ত অন্য কর্মচারীদের জন্য বিশেষ স্বাস্থ্য বিমার ব্যবস্থা করার কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, 'মনে রাখতে হবে এটা তাদের জন্যই করব, যারা এই করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে কাজ করেছেন, অর্থাৎ জানুয়ারি থেকে শুরু। মূলত মার্চ থেকে এটি ব্যাপকভাবে দেখা দেয়। এই মার্চে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এই প্রণোদনাটুকু তাদের জন্য। আর যারা কাজ করেননি, যারা নিজেদের সুরক্ষার জন্য পালিয়েছেন, যেখানে রোগীরা দ্বারে দ্বারে ঘুরে চিকিৎসা পাননি, অন্য সাধারণ রোগীরাও চিকিৎসা পাননি, তাদের জন্য এই প্রণোদনা নয়। তারা এটা পাবেন না।'

প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন, আমাদের শর্ত দেন যে, আমাদের সেটা দিলে আমরা আসব, আমি বলব সেটা দিতে হলে আগামীতে কীভাবে কাজ করেন- এই দুঃসময় যে যাবে তা আমরা অবজারভেশনে রাখব। অন্তত এই তিন মাস তাদের কাজ দেখব। সেখানে দেখব কেউ সত্যিকারভাবে মানুষের সেবা দেন কি না। তারপর তাদের কথা আমরা চিন্তা করব; কিন্তু শর্ত দিয়ে কাউকে আমি কাজে আনব না।

'যাদের মধ্যে এই মানবতাবোধটুকু নেই, তাদের জন্য প্রণোদনা দিয়ে আনার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যদি বাংলাদেশে এমন দুর্দিন আসে, প্রয়োজনে আমরা বাইরে থেকে ডাক্তার নিয়ে আসব, বাইরে থেকে নার্স নিয়ে আসব। কিন্তু এ ধরনের দুর্বল মানসিকতা দিয়ে আমাদের কাজ হবে না, এটা হলো বাস্তবতা।'

কাজ না করা চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, 'তারা এখন যতই মিটিং করুক, শর্ত দিক, ওই শর্ত দিয়ে আমার কিছু যায় আসে না। বরং ভবিষ্যতে তারা ডাক্তারি করতে পারবেন কি না সেটাই চিন্তা করতে হবে। ডাক্তার আমাদের প্রয়োজন আছে, এতে কোনো সন্দেহ নেই; কিন্তু এই মানসিকতা থাকবে কেন? মানবতাবোধ হারাবেন কেন?'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'একজন রোগী এলে তার চিকিৎসা করতে হবে। তার জন্য নিজেকে সুরক্ষিত করা যায়। অ্যাপ্রোন পরে নেন, মাস্ক লাগান, গস্নাভস পরুন অথবা স্যানিটাইজার ব্যবহার করুন, হাত ধোন, রোগী দেখেন। রোগী কেন ফেরত যাবে? আর একজন রোগী দৌড়াদৌড়ি করেন, ঘুরে সেই রোগী কেন মারা যাবেন?'

এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের কয়েকটি হাসপাতালে ঘুরেও ভর্তি হতে না পেরে বাড়িতে গিয়ে মারা যাওয়ার প্রসঙ্গ টানেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতক শেষ বর্ষে (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) পড়ুয়া সুমন চাকমা নামে ওই শিক্ষার্থী ছিলেন ক্যানসারের রোগী। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল, মুগদা হাসপাতাল এবং আইইডিসিআরে গিয়ে কোনো চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছে তার পরিবার। পরে সোমবার সকালে খাগড়াছড়ির ইটছড়িতে নিজের বাড়িতে মারা যান সুমন চাকমা।

প্রধানমন্ত্রী বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কেন মারা যাবে? এই রোগী যখন যেখানে যেখানে গিয়েছে, সেখানে কোন কোন ডাক্তারের দায়িত্ব ছিল, আমি তাদের নামটাও জানতে চাই। তাদের ডাক্তারি করার মতো বা চাকরি করার মতো সক্ষমতা নেই। তাদের বের করে দেওয়া উচিত চাকরি থেকে, এটা আমি মনে করি।'

সারাবিশ্বে নভেল করোনাভাইরাসের আতঙ্ক ছড়ানোর প্রাসঙ্গিকতা স্বীকার করে শেখ হাসিনা বলেন, 'সবাই ভয় পাবে, এটা মানি আমি। কিন্তু একজন ডাক্তার, তার একটা দায়িত্ব থাকে। আর তাদের সুরক্ষার জন্য যা যা দরকার আমরা তো দিয়ে যাচ্ছি, ব্যবস্থা করে যাচ্ছি। লাগলে আমরা আরও করব, সেখানে তো আমরা কোনো কার্পণ্য করছি না। আমরা দেশে তৈরি করছি (সুরক্ষা উপকরণ), বিদেশ থেকে নিয়ে আসছি। যত রকম, যা দরকার, আমরা সব রকম চেষ্টা করে যাচ্ছি। কারণ এটা বিশ্বব্যাপী সমস্যা।'

সামাজিক নিরাপত্তার বাইরে যারা রয়েছেন তাদেরও সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, 'যাদের আমরা সামাজিক নিরাপত্তায় সাহায্য দিচ্ছি, তাদের তো দিচ্ছিই, কিন্তু এর বাইরের যে শ্রেণিটা, যারা হাত পাততেও পারছে না, তাদের তালিকা করে, তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া, এ কাজটা আপনারা করবেন।'

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলো মেনে চলতে আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এপ্রিল নিয়ে চিন্তা থাকার কথা উলেস্নখ করে প্রধানমন্ত্রী বলেন, 'তবে চিন্তার কিছু নেই, এগুলো আমরা সবসময় মোকাবিলা করেছি, আমরা মোকাবিলা করতে সক্ষম হব।' তবে কারও মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে তা গোপন না করে দ্রম্নত চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95678 and publish = 1 order by id desc limit 3' at line 1