শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পোষা পাখি ও প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না : প্রাণিসম্পদমন্ত্রী

যাযাদি রিপোর্ট
  ০৭ এপ্রিল ২০২০, ০০:০০

করোনা পরিস্থিতিতে পোষা পাখি ও প্রাণীর প্রতি কোনো ধরনের নিষ্ঠুর আচরণ করা যাবে না বলে কঠোর নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

গত রোববার রাজধানীর কাঁটাবনে ফিশ ও পেট এনিমেল মার্কেট সরেজমিন পরিদর্শন করে সোমবার দুপুরে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী এই নির্দেশ দেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, কাঁটাবন মার্কেটে পোষা পাখি ও প্রাণীদের ঠিকমতো খাবার দেয়া হচ্ছে কিনা, তাদের প্রতি নির্দয় আচরণ করা হচ্ছে কিনা, তারা পর্যাপ্ত আলো-বাতাসে শ্বাস-প্রশ্বাস নিতে পারছে কিনা- এ বিষয়গুলো সরেজমিন দেখার জন্য পরিদর্শন করেছি। এখানে দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। করোনা পরিস্থিতিতে পোষা পাখি ও প্রাণীদের যাতে পর্যাপ্ত খাবার দেয়া হয়, তাদের শ্বাস-প্রশ্বাস গ্রহণে প্রয়োজনীয় আলো-বাতাসের ব্যবস্থা করা হয় এবং তাদের প্রতি কোনোভাবেই যেন নিষ্ঠুর আচরণ না করা হয়, সে জন্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে? এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকেও মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। পোষা পাখি ও প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা ফৌজদারী অপরাধ বলেও জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রী গত রোববার সন্ধ্যায় আকস্মিকভাবে কাঁটাবন মার্কেটে পোষা পাখি ও প্রাণীদের অবস্থা সরেজমিন পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95553 and publish = 1 order by id desc limit 3' at line 1