শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্দেশনা মানতে ওবায়দুল কাদেরের আহ্বান

যাযাদি রিপোর্ট
  ০৪ এপ্রিল ২০২০, ০০:০০
ওবায়দুল কাদের

করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হলেও 'মতলববাজ' একটি মহল গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই মতলববাজদের থেকে সতর্ক থাকার পাশাপাশি করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে মন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'আজ করোনা সংকটের কারণে সারাবিশ্ব এক ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। জাতিসংঘের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এমন ভয়াবহ সংকট আর কখনো দেখা দেয়নি। এরকম একটি পরিস্থিতিতেও করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার স্বাস্থসেবায় উন্নতি করে চলেছে। মানবিক এই সংকটে চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীরা নিজেদের উজাড় করে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। জরুরি সেবায় নিয়োজিত অন্য সবাইও কাজ করে চলেছেন। সবাই মিলে করোনা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।'

তবে এর বাইরে একটি মহল অশুভ পাঁয়তারায় লিপ্ত হয়েছে বলে উলেস্নখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'এই সংকটকালেও এক শ্রেণির মতলববাজ মহল দেশে গুজব ছড়িয়ে, চরিত্র হনন করে, ফেসবুকে অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরির অশুভ পাঁয়তারায় লিপ্ত। এই মতলববাজ মহলটি আজকে দেশের এই সংকটেও অশুভ খেলায় মেতে উঠেছে।'

এই মহল সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণকে সতর্ক থাকতে হবে। আমাদের পার্টির নেতাকর্মীদের সচেতনার কর্মসূচিতে অংশ নিতে হবে। জনগণ যেন অপপ্রচারে বিভ্রান্ত না হয়, সে বিষয়ে আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

এর আগে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও সামাজিক সংগঠনের মাঝে করোনা প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এসব কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে মহনগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও এস এম মান্নান কচির নেতৃত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় শেখ বজলুর রহমান জানান, দেশের এই ক্রান্তিকালে কর্মহীন মানুষের জন্য তাদের এই সহায়তা অব্যাহত থাকবে। ঢাকা উত্তরের সব এলাকায় দলীয় নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95224 and publish = 1 order by id desc limit 3' at line 1