শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৭৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি

নতুনধারা
  ০২ এপ্রিল ২০২০, ০০:০০

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, করোনাভাইরাস (কোভিড-১৯) এ ক্ষতিগ্রস্ত দেশের অসহায় ও নিম্নআয়ের ৭৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, রাজধানীসহ দেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিশেষত যারা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিটি পরিবারের মধ্যে ফুড পার্সেল (চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণ ও সুজি) বিতরণ করা হবে। এছাড়া প্রয়োজনে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার সুবিধার্তে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও চট্টগ্রাম জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। দেশে যদি করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায় সেক্ষেত্রে সরকারের অনুমতিক্রমে এসব হাসপাতাল আইসোলেশন ইউনিট চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজধানীসহ সারাদেশে অব্যাহতভাবে নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে রাজধানীসহ ৬৭টি রেড ক্রিসেন্ট ইউনিটে প্রায় ৫ লাখ সচেতনতামূলক লিফলেট বিতরণসহ জীবাণুনাশক স্প্রে করা, প্রচারণা মাইকিংসহ হাত ধোয়ার অভ্যাস গড়তে বেসিন স্থাপন করা হয়েছে। বুধবার বিকালে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গৃহীত বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও পরবর্তী কর্মপন্থা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত এক সমন্বয় সভা সোসাইটির বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান ও আইএফআরসির গভর্নিং বোর্ডের সদস্য প্রফেসর ডা. মো. হাবিবে মিলস্নাত এমপি। এ সময় সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহউদ্দিন, উপ-মহাসচিব মো. রফিকুল ইসলামসহ পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সোসাইটির ভাইস-চেয়ারম্যান ফেসবুক লাইফে সারাদেশে কর্মরত স্বেচ্ছাসেবকদের সঙ্গে সরাসরি কথা বলেন, উৎসাহ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95015 and publish = 1 order by id desc limit 3' at line 1