বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাঁকা রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা

যাযাদি রিপোর্ট
  ০১ এপ্রিল ২০২০, ০০:০০
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে দেশে চলছে অঘোষিত লকডাউন। রাজধানীর সড়কগুলো জনশূন্য থাকলেও মঙ্গলবার বেশ কিছু যানবাহন চলতে দেখা যায়। ছবিটি ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে তোলা -যাযাদি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে দেশে চলছে অঘোষিত লকডাউন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর টহল চলছে রাস্তায়। এজন্য রাজধানীর রাস্তাগুলোতে যানবাহন নেই বললেই চলে। গুটিকয়েক প্রাইভেটকার ও বাইক চলছে। এর সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশা। খালি রাস্তা পেয়ে তারা পঙ্খিরাজ ঘোড়ার মতো উড়ছে।

অটোরিকশার চালকরা বলছেন, পেটের দায়ে তারা রাস্তায় নেমেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, জরুরি কাজে ব্যবহারের জন্য কিছুটা ছাড় দেয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালী, বিশ্বরোড, প্রগতি সরণি ঘুরে এ দৃশ্য দেখা গেছে। কয়েকজন অটোরিকশা চালককে রাস্তায় রাখা সাবান দিয়ে হাত ধুতে দেখা গেছে।

প্রগতি সরণিতে অটো চালাচ্ছিলেন কুড়িগ্রামের মো. হাইবর। তিনি বলেন, 'আমরা শান্তিতে নাই। ঘরে থাকলে পেটের ক্ষুধা। রাস্তায় পুলিশ। তাই অটো নিয়া রাস্তায় বের হইছি। তবে মোড়ে গেলেই পুলিশ ধরে। কখনো আবার কিছু কয় না।'

বিশ্বরোডে দায়িত্বরত এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'কী আর করব। অনেকেই প্রয়োজনে বের হন। আবার অটোচালকদের বিষয়টিও দেখতে হয়। তাই অনেক সময় ছাড় দেই।'

বাড্ডা-গুলশান-১ লিংক রোডের গুদারাঘাটের রাস্তায় হাত ধুচ্ছিলেন ময়মনসিংহের অটোচালক তকদির মিয়া। তিনি বলেন, 'অটো চালাতে গিয়া অনেক জায়গায় যেতে হয়। টাকা ধরতে হয়। তাই হাত ধুচ্ছি।'

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মঙ্গলবারের (৩১ মার্চ) তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫১।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94849 and publish = 1 order by id desc limit 3' at line 1