শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

কুষ্টিয়ায় আড়াই হাজার মণ ডাল উদ্ধার

  ২৬ মার্চ ২০২০, ০০:০০
কুষ্টিয়ায় আড়াই হাজার মণ ডাল উদ্ধার

যাযাদি ডেস্ক

কুষ্টিয়ায় অবৈধভাবে মজুদ করা আড়াই হাজার মণ মসুর ডাল উদ্ধারসহ দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান ও মোসাম্মৎ খাদিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এই দন্ড দেয়।

সবুজ হাসান বলেন, জেলা শহরের বড় বাজারে বৈদ্যনাথ সাহা ও স্বপন সাহার গুদামে অতিরিক্ত মজুদের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পাঠানো হয়। তারা অন্যায়ভাবে অধিক মুনাফা আয়ের লক্ষ্যে এটা করেছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। ওই দুই ব্যবসায়ী জনসম্মুখে অপরাধ স্বীকার করেছেন।

'দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অবৈধভাবে মজুদ করা আড়াই হাজার মণ মসুর ডাল উদ্ধার করা হয়েছে।'

এ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ছাড়াও কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে