শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

খুলনায় এক পুলিশ সদস্য করোনা ইউনিটে

  ২৬ মার্চ ২০২০, ০০:০০
খুলনায় এক পুলিশ সদস্য করোনা ইউনিটে

যাযাদি ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন সন্দেহে এক পুলিশ সদস্যকে (২১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই পুলিশ সদস্যকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে কনেস্টেবল পদে কর্মরত আছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ৩ মার্চ বসন্তে আক্রান্ত হন ওই পুলিশ সদস্য। তখন ছুটি নিয়ে গ্রামের বাড়ি নড়াইলে চলে যান তিনি। ২০ মার্চ থেকে তার গলা ও মাথাব্যথা শুরু হয়। ওই অবস্থায় গতকাল কাজে যোগ দিতে গেলে তার শরীরের অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার রাশিদা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শৈলেন্দ্রনাথ বলেন, ওই পুলিশ সদস্যকে হাসপাতালের করোনা ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা নিশ্চিত নন তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা। বুধবার সকালে হাসপাতালের পরিচালক আইইডিসিআরে ফোন দিয়ে তার রক্তের নমুনা সংগ্রহের অনুরোধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে