বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি আরব থেকে ফিরলেন আরও ২২ নারী শ্রমিক

যাযাদি ডেস্ক
  ২৭ জুন ২০১৮, ০০:০০

সৌদি আরব থেকে ফিরেছেন আরও ২২ নারী শ্রমিক। মঙ্গলবার (২৬ জুন) বিকাল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তজাির্তক বিমানবন্দরে এসে পেঁৗছান তারা।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য কমর্কতার্ আল আমিন নয়ন বলেন, মঙ্গলবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২২ জন নারী শ্রমিক দেশে ফিরেছেন, যার মধ্যে ৪ জনকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে সে দেশ থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ২২ জন রিয়াদের ইমিগ্রেশন ক্যাম্পে অবস্থান করছিলেন।

তবে এয়ারপোটের্র একটি সূত্র জানিয়েছে, এ সংখ্যার বাইরেও আরও কিছু নারী শ্রমিক দেশে ফিরেছেন একই ফ্লাইটে।

এর আগে ১৯ মে সৌদি আরব থেকে দেশে ফেরেন ৬৬ নারী শ্রমিক। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৩ মে ৩৫ জন, ১২ মে ২৭ জন, ১৯ মে ৬৬ জন, ২৩ মে ২১ জন, ২৭ মে ৪০ জন এবং ৩ জুন ২৯ জন, ১৮ জুন ১৬ জন এবং ১৯ জুন ২৭ নারী শ্রমিক দেশে ফিরেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে