শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোর ও ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

যাযাদি ডেস্ক
  ২৭ জুন ২০১৮, ০০:০০

যশোরের চৌগাছা এবং ভোলা সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ‘মাদক ব্যবসায়ী’ বলে পুলিশের ভাষ্য। প্রতিনিধিদের পাঠানো খবর :

যশোর : চৌগাছা উপজেলায় দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার নিমতলা এলাকায় চৌগাছা-যশোর সড়কের পাশে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হন।

নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার আনুমানিক বয়স ৩২ বছর।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নিমতলা এলাকায় চৌগাছা-যশোর সড়কের পাশে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছেÑএমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে গুলিবিদ্ধ

এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার পাশ থেকে একটি গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। ওই ব্যক্তিকে দ্রæত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক এ সময় তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা : জেলার সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অপর এক যুবক নিহত হয়েছেন। নিহত মো. জাকির হোসেন (৪০) সদর উপজেলার দিঘলদি গ্রামের মোহাম্মদ সাদেকের ছেলে। জাকির একজন ‘মাদক ব্যবসায়ী’ বলে পুলিশের ভাষ্য।

জেলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, মঙ্গলবার ভোরে উত্তর দিঘলদি গ্রামের বেড়িবাঁধ এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে চারপাশ থেকে ঘিরে ফেলে। জাকির পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে জেলার শীষর্ মাদক ব্যবসায়ী জাকির নিহত হন। জাকির চারটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে মাদকসহ আরও ১৯টি মামলার বিচার চলছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পঁাচটি গুলি, পঁাচটি রামদা ও এক কেজি গঁাজা উদ্ধার করেছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে