শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইভিএমের ৬ কেন্দ্রেই জয় নৌকার

গাজীপুর প্রতিনিধি
  ২৭ জুন ২০১৮, ০০:০০

গাজীপুর সিটি কপোের্রশন নিবার্চনে ৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো- চাপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ভোটার সংখ্যা-২৪৮০), মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় (ভোটার সংখ্যা-২৫৫২), মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার সংখ্যা-২৫৬২), মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার সংখ্যা-২৮২৭), রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ (ভোটার সংখ্যা-১৯২৭) এবং রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ (ভোটার সংখ্যা-২০৭৭)।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কমর্কতার্রা জানান, চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ১ হাজার ৩২ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৩৯৯ ভোট। মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ৯৮৫ ভোট, ধানের শীষ পেয়েছে ৩৬৩ ভোট। রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ এ নৌকা পেয়েছে ৬১২ ভোট, ধানের শীষ

পেয়েছে ২১৫ ভোট।

রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ এ নৌকা পেয়েছে ৬৫৫ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ২৯৬ ভোট। মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ ও মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ এ নৌকা পেয়েছে এক হাজার ৫২৬ ভোট, ধানের শীষ পেয়েছে এক হাজার ২৪ ভোট। এ ছয়টি কেন্দ্রে নৌকা পেয়েছে মোট চার হাজার ৮১০ ভোট এবং ধানের শীষ পেয়েছে মোট দুই হাজার ২৯৭ ভোট। ছয়টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪২৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে