মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রাজিল ও জামাির্নর ভাগ্য নিধার্রণ আজ

ক্রীড়া ডেস্ক
  ২৭ জুন ২০১৮, ০০:০০

রাশিয়া বিশ্বকাপ যেন হয়ে উঠেছে ফেভারিটদের অগ্নিপরীক্ষার মঞ্চ! অপেক্ষাকৃত ছোট দলগুলোর চমকজাগানিয়া পারফরম্যান্স উলটপালট করে দিচ্ছে সব হিসেব। গ্রæপ পবের্র প্রথম দুই ম্যাচেই যেমন হিসেব মেলাতে পারেনি হট ফেভারিট ব্রাজিল, একই অবস্থা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জামাির্নরও। দুই দলই আজ নামছে নিজ নিজ গ্রæপের শেষ ম্যাচে। ‘ই’ গ্রæপ থেকে শেষ ষোলোয় নাম লেখাতে সাবির্য়ার বিপক্ষে আজ কিছুতেই হারা চলবে না নেইমারের ব্রাজিলের। ‘এফ’ গ্রæপে থাকা জামাির্নর সামনে তো জয় ভিন্ন অন্য পথই খোলা নেই। এমন অগ্নিপরীক্ষার মঞ্চে আজ জামার্নদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

মনে আছে, ২০০২ বিশ্বকাপে জামাির্ন বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যকার সেমিফাইনাল ম্যাচটির কথা? মাইকেল বালাকের একমাত্র গোলে স্বাগতিকদের কঁাদিয়ে ফাইনালে নাম লিখিয়েছিল ডাই ম্যানশাফটরা। ষোলো বছর পর আরও একবার যখন টিকে থাকার লড়াইয়ে নামছে দলটি, তখনও তাদের প্রতিপক্ষ ওই কোরিয়া। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করতে আজ এশিয়ার প্রতিনিধিদের বিপক্ষে জয় প্রয়োজন জামাির্নর। তবে পাশাপাশি তাকিয়ে থাকবে হবে মেক্সিকো-সুইডেনের মধ্যকার ম্যাচটির দিকেও।

১৯৩৮ সালের পর বিশ্বকাপের যতগুলো আসরে অংশ নিয়েছে জামাির্ন, সবকটিরই নকআউট পবের্ খেলেছে। কিন্তু এবার যেন চ্যাম্পিয়ন হওয়ার ‘অভিশাপ’ পেয়ে বসেছে তাদের। অভিশাপ বলা হচ্ছে, কারণ ১৯৯০ সালের পর চ্যাম্পিয়ন হওয়া ইউরোপিয়ান দলগুলোর প্রত্যেকেই পরবতীর্ আসরের গ্রæপ পবর্ থেকে ছিটকে গেছে। গতবারের চ্যাম্পিয়ন জামাির্নর ভবিষ্যতও শঙ্কায়। নিজেদের প্রথম ম্যাচেই তারা হেরে বসে মেক্সিকোর কাছে। এরপর সুইডেনকে অতিরিক্ত সময়ে হারিয়ে ঘুরে দঁাড়ালেও এখনো নিশ্চিত নয় শেষ ষোলো।

দুই ম্যাচের একটিতে হার আর একটিতে জয় পাওয়ায় দ্বিতীয় রাউন্ডে যেতে জামাির্নকে আজ অনেক হিসাব মেলাতে হবে। সঙ্গে দরকার ভাগ্যের সহায়তা। কারণ ইতোমধ্যেই ৬ পয়েন্ট হয়ে গেছে মেক্সিকোর, জামাির্নর সমান ৩ পয়েন্ট আছে

সুইডেনের ঝুলিতে। আজ তারা মেক্সিকোর মুখোমুখি হবে। ওই ম্যাচে সুইডেন জিতলে তাদের পয়েন্ট হবে ৬, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জামাির্ন জিতলে তাদেরও পয়েন্ট হবে সমান। তখন দক্ষিণ কোরিয়া বাদে গ্রæপের বাকি তিন দলেরই পয়েন্ট হবে ৬। এক্ষেত্রে গ্রæপসেরা আর গ্রæপ রানাসর্আপ নিধার্রণে সামনে আসবে গোল পাথর্ক্য। সব মিলিয়ে আজ একটা চাপা উত্তেজনা বিরাজ করছে ফুটবল অঙ্গনে।

ভক্ত-সমথর্কদেরই যদি এমন অবস্থা হয় তবে খেলোয়াড়দের অবস্থা একবার ভাবুন? তবে জামাির্ন বরাবরই চাপ সামলে সেরাটা বের করে আনতে উস্তাদ। হাল না ছাড়ার মানসিকতার জন্যও বিখ্যাত দলটি। সুইডেনের বিপক্ষে গত ম্যাচটার দিকেই দৃষ্টি রাখুন, চাপ সামলে কি দুদার্ন্ত পারফরম্যান্সটাই উপহার দিল জামাির্ন। ম্যাচের শুরুতে গোল করে তাদের বিদায়ঘণ্টা প্রায় বাজিয়েই দিয়েছিল সুইডেন। পরবতীর্ সময়ে দুই গোল করে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই। চাপ কাটিয়ে আজও জয়োৎসবের অপেক্ষায় তারা। সুইডেন ম্যাচের অন্তিমমুহ‚তের্ গোল করে জামাির্নর ত্রাতা বনে যাওয়া টনি ক্রুস জানিয়েছেন, তাদের ভাবনায় কেবল দক্ষিণ কোরিয়া, ‘এখন সব মনোযোগ কোরিয়ার বিপক্ষে ম্যাচের দিকে।’

মেক্সিকোর বিপক্ষে হারের পর সুইডেনের বিপক্ষে একাদশে চারটি পরিবতর্ন এনেছিলেন জামাির্নর কোচ জোয়াকিম লো। মাঝমাঠে মেসুত ওজিল আর স্যামি খেদিরাকে বসিয়ে তিনি সুযোগ দেন মাকোর্ রেউস আর সেবাস্তিয়ান রুডিকে, রক্ষণে জোনাস হেক্টর আর রুডিগারকে। তারা শেষ পযর্ন্ত দারুণ লড়াই করেছেন সুইডিশ অ্যাটাকারদের সঙ্গে। তবে ওই ম্যাচে নাক ভেঙে যাওয়ায় আজকের ম্যাচে রুডিকে নাও পেতে পারে জামাির্ন। আর লাল কাডর্ দেখায় খেলতে পারবেন না রক্ষণ-স্তম্ভ জেরম বোয়াটেং। আশার খবর হচ্ছে, ঘাড়ের ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সেন্টারব্যাক ম্যাট হামেলস। রুডিগারের সঙ্গে তার অন্তভুক্তি জামার্ন রক্ষণভাগের শক্তি আরও বাড়িয়ে তুলবে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আসলে আজ সবর্শক্তি নিয়েই ঝঁাপাতে হবে জামাির্নকে। একই পরিস্থিতির সামনে দঁাড়িয়ে ব্রাজিলও। যদিও দুই খেলায় একটি করে ড্র আর জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রæপের শীষের্ই আছে পঁাচবারের চ্যাম্পিয়নরা। তবে সমান ৪ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে সুইজারল্যান্ড। শেষ ষোলো নিশ্চিত করতে তারা আজ লড়বে কোস্টারিকার বিপক্ষে। এই ম্যাচে বড় ব্যবধানে জিতলে গ্রæপসেরাও হয়ে যেতে পারে সুইজারল্যান্ড। ব্রাজিল অবশ্য আপাতত গ্রæপসেরা হওয়া নিয়ে ভাবছে না, তাদের ভাবনায় কেবলই শেষ ষোলো নিশ্চিত করা, এক্ষেত্রে গ্রæপ রানাসর্আপ হলেও সমস্যা নেই নেইমারদের।

গ্রæপ রানাসর্আপ হলে সুবিধাও পেয়ে যেতে পারে ব্রাজিল। ‘এফ’ গ্রæপের যা অবস্থা তাতে ওই গ্রæপের রানাসর্আপ হয়ে যেতে পারে জামাির্ন। এক্ষেত্রে শেষ ষোলোয় ‘ই’ গ্রæপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে লড়বে তারা। গ্রæপ রানাসর্আপ হলে নেইমাররা এড়াতে পারবে জামাির্নকে। কিন্তু গ্রæপ চ্যাম্পিয়ন কিংবা গ্রæপ রানাসর্আপ হওয়ার বিষয়টা ব্রাজিলের ওপর নিভর্র করছে সামান্যই। তাছাড়া সাবির্য়াও কঠিন প্রতিপক্ষ, ঝুলিতে ৩ পয়েন্ট থাকায় ইউরোপের দলটিও নিজেদের সবর্শক্তি দিয়ে লড়বে শেষ ষোলোর টিকিট পেতে। জয়ের জন্য মরিয়া হয়েই খেলবে তারা। জয় ছাড়া যে তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তাই কোনোভাবেই ব্রাজিলকে ছাড় দেবে না তারা। নিজের পরিকল্পনা সাজাতে আজ এই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ব্রাজিল কোচ তিতেকে।

এমনিতে ব্রাজিলের রক্ষণ বেশ জমাট। সেখানে ফাটল ধরাতে বাড়তি কিছুই করতে হবে সাবির্য়ানদের। অবশ্য ম্যাচে আসল পরীক্ষাটা দিতে হবে সাবির্য়ান রক্ষণভাগকে। কারণ দারুণ ছন্দে আছেন ব্রাজিলের আক্রমণভাগের তিন তারকা নেইমার, ফিলিপে কুতিনহো আর গ্যাব্রিয়েল জেসুস। কুতিনহো তো আগের দুই ম্যাচেই গোল করে ব্রাজিলকে বঁাচিয়েছেন বড় অঘটনের হাত থেকে। শেষ ম্যাচে গোল পেয়েছেন নেইমারও। এবার কি তবে জেসুসের পালা? ম্যানচেস্টার সিটিতে খেলা এই তরুণ স্ট্রাইকার হয়তো মনে মনে তেমন পণই করে রেখেছেন। তবে ব্যক্তি বিশেষের পারফরম্যান্স নয়, অগ্নিপরীক্ষার রাতে ব্রাজিলকে দেখাতে হবে দলীয় পারফরম্যান্স। তবেই একধাপ এগোবে সেলেকাওদের ‘হেক্সা’ জয়ের মিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে