শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একাদশে ভতির্: তৃতীয় ধাপে মনোনীত লক্ষাধিক

যাযাদি রিপোটর্
  ২৭ জুন ২০১৮, ০০:০০

একাদশে ভতির্র তৃতীয় পযাের্য়র ফল প্রকাশ হয়েছে। এ ধাপে লক্ষাধিক শিক্ষাথীর্ নতুন করে ভতির্র সুযোগ পেয়েছেন। এছাড়া দ্বিতীয় ধাপে নিবাির্চতদের মধ্যে এক হাজার ১৫৪ জনের কলেজ পরিবতর্ন হয়েছে।

সোমবার রাত ১১টায় কলেজ ভতির্র দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয় বলে ঢাকা শিক্ষা বোডর্ সূত্রে জানা গেছে।

বোডর্ সূত্র জানায়, দেশের ১২ লাখ ৬৬ হাজার ৩৬১ আবেদনকারীর মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ১১ লাখ ২৩ হাজার তিনজন ভতির্র জন্য নিশ্চয়ন করেছে। তৃতীয় বা শেষ ধাপে নতুন করে আরও এক লাখ পঁাচ হাজার ১২ শিক্ষাথীর্ মনোনীত হয়েছে। নিবাির্চতদের এসএমএস পাঠানো হয়েছে। তৃতীয় মেধার শিক্ষাথীের্দর নিশ্চায়ন করতে হবে ২৬ জুন। তিন পযাের্য়র মনোনীত শিক্ষাথীের্দর ভতির্ প্রক্রিয়া চলবে ২৭-৩০ জুন পযর্ন্ত। আর ক্লাস শুরু ১ জুলাই থেকে। তবে বিলম্ব ফি দিয়ে ভতির্র সুযোগ থাকছে জুলাইয়ের মাঝামাঝি পযর্ন্ত।

ঢাকা শিক্ষা বোডের্র কলেজ পরিদশর্ক অধ্যাপক হারুন অর রশিদ বলেন, একাদশে ভতির্র তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে এক লাখের বেশি শিক্ষাথীর্ মনোনীত হয়েছেন। ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে আবেদনকারীদের জানানো হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় ধাপের নিশ্চায়নকারীদের মধ্যে পচ্ছন্দের কলেজে অটোমেটিক মাইগ্রেশন হয়েছে এক হাজার ১৫৪ শিক্ষাথীর্র।

তবে আবেদন করেও এখনো কোনো কলেজে ভতির্র জন্য মনোনীত হয়নি ২৮ হাজার ৬৭৭ শিক্ষাথীর্। শেষ ধাপে ভতির্র সুযোগ না পেয়ে অনেকে ঢাকা বোডের্ ভিড় করছেন।

এ বিষয়ে ঢাকা বোডের্র কলেজ পরিদশর্ন বলেন, সারাদেশে পযার্প্ত আসন রয়েছে। যারা এখনো ভতির্র জন্য মনোনীত হয়নি তাদের জন্য ৪থর্ ধাপে ভতির্র সুযোগ দেয়া হবে। আগামী মাসের প্রথম দিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কলেজ ভতির্ থেকে বঞ্চিত থাকবে না বলেও তিনি জানান।

উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষাথীর্ পাস করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে